Connect with us

ইংল্যান্ড

পরিসংখ্যান নয়, খেলার ধরন দেখে দলে ডাকবে ইংল্যান্ড


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

গত কয়েক বছর ধরে ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছিল। শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্ট সহ দলে বড় পরিবর্তন আনে ইংল্যান্ড অ্যান্ড ওয়্যালস ক্রিকেট বোর্ড (ইসিবি)। নতুন কোচ আর অধিনায়কের অধীনে ইংলিশদের সাদা পোশাকের ক্রিকেটে এখন রঙ লেগেছে। বদলে যাচ্ছে তাদের ক্রিকেটার নির্বাচন প্রক্রিয়াও। দলে সুযোগ পেতে হলে, শুধু ঘরোয়া ক্রিকেটে সাফল্য পেলেই হবে না, মানসিকতা কিংবা খেলার ধরন দেখে জাতীয় দলে ডাকবেন নির্বাচকরা।

ম্যাককালাম-স্টোকসের যুগে এসে ইংলিশদের লাল বলের ক্রিকেটে যেন বসন্তের হাওয়া লেগেছে। তারা দায়িত্ব নেয়ার আগে, সর্বশেষ ১৭ টেস্টে ইংল্যান্ডের জয় ছিল কেবল মাত্র একটিতে। এমনকি গত বছর এক পঞ্জিকা বর্ষে টেস্ট হারের লজ্জার রেকর্ড গড়েছিল তারা। তবে সেই খারাপ সময় পেছনে ফেলে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট।

নিউজিল্যান্ডকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করে যাত্রা শুরু করেছেন স্টোকস-ম্যাককালাম জুটি। এই সিরিজে নতুন ব্র্যান্ডের এক ইংল্যান্ড দল দেখেছে ক্রিকেট বিশ্ব। মাঠের ক্রিকেটে স্টোকসের আক্রমণাত্মক মনোভাব আর ড্রেসিংরুমে ম্যাককালামের মাস্টার মাইন্ড। সবমিলিয়ে নতুন যুগে ইংলিশদের টেস্ট ক্রিকেট।

স্টোকস বলেন, ‘আমি বলব, আপনি ব্যাটিং করেন বা বোলিং, কোন মানসিকতা এবং কোন ঢঙে আপনি খেলছেন, সেটাই গুরুত্বপূর্ণ। আপনার পরিসংখ্যান বা অমন কিছু গুরুত্বপূর্ণ নয়। নির্বাচকদের কাছে আপনি কীভাবে খেলছেন, সেটাই প্রথম বিবেচ্য ও সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের পাইপলাইনে যেসকল ক্রিকেটার আছেন, সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সিরিজ তাদের জন্য বড় এক বার্তা। এই সিরিজে যে নতুন এক ইংল্যান্ড দল দেখে গেছে, সেটার সঙ্গে খাপ খাওয়াতে পারলেই কেবল দলের দড়জায় কড়া নাড়তে পারবেন তারা। এমনটা পরিষ্কার করেই বলে দিয়েছেন ইংলিশদের সাদা পোশাকের অধিনায়ক।

স্টোকস বলেন ‘আমার ধারণা, আগামী অন্তত দুই বা তিন বছর ইংল্যান্ডের হয়ে যারা টেস্ট খেলতে চায়, তাদের গত তিন ম্যাচে একটা বার্তা পৌঁছে গেছে। আমি আশা করব, যারা আমাদের দেখেছে, তারা এখন বুঝবে, দলে কড়া নাড়তে হলে এবং ঢুকতে হলে কী করতে হবে।’

সর্বশেষ

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

আমিরাত লিগের ড্রাফটে লিন, নতুন সংকটে অস্ট্রেলিয়া

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

সিরিজ হারের পর বাংলাদেশের জরিমানা

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

ঝড়ো ইনিংসে ৬০০তম ম্যাচ রাঙালেন পোলার্ড

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

ভারতের স্কোয়াড দেখে উদ্বিগ্ন আকাশ চোপড়া

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

'অতি উত্তেজনার কারণে ভারতের বিপক্ষে বড় মঞ্চে হারে পাকিস্তান'

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

কেন্টের সঙ্গে ১৭ বছরের সম্পর্ক ছিন্ন হচ্ছে স্টিভেন্সের

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

নেপালের হেড কোচের দায়িত্বে মনোজ প্রভাকর

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

বিষ্ণই কেন দলে, শামি কেন নেই, প্রশ্ন শ্রীকান্তের

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

‘কোহলির ব্যাটে সেঞ্চুরির আশাই করতে পারে না ভারত’

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

না খেলে কার্তিককে ধারাভাষ্য দেয়ার পরামর্শ জাদেজার

আর্কাইভ

বিজ্ঞাপন