ত্রিদেশীয় সিরিজ

বাংলাদেশ-নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন বাবর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:54 বুধবার, 29 জুন, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। বিশ্বকাপের প্রস্তুতি নিতে অক্টোবরে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। যেখানে নিউজিল্যান্ড ও বাংলাদেশের সঙ্গী পাকিস্তান। বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজে খেলতে মুখিয়ে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

সিরিজটিকে সামনে রেখে ইতোমধ্যেই সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। তিন দলের টুর্নামেন্টে সবাই চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। অর্থাৎ প্রতিটি দলের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে দলগুলো।

আসন্ন এই সিরিজ নিয়ে বাবর আজম বলেন, 'আমি খুশি যে, আমরা নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে খেলব। সত্যিই এটা আমাদের অনেক সাহায্য করবে এবং তা শুধু অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মানিয়ে নেওয়াই নয়, আমাদের বিশ্বকাপ প্রস্তুতিকেও চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে।'

'আঙুলের চোটের কারণে নিউজিল্যান্ডে সবশেষ সিরিজে আমি খেলতে পারিনি। ক্রাইস্টচার্চে ভালো দুটি প্রতিপক্ষের বিপক্ষে ক্রিকেট খেলতে আমি মুখিয়ে আছি।'

ত্রিদেশীয় সিরিজের প্রথম দিনই মাঠে নামছে বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদের দলের প্রতিপক্ষ পাকিস্তান। বাবর আজমের দলের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে ৭ অক্টোবর। পরের দিন মাঠে নামছে স্বাগতিক নিউজিল্যান্ড। সফরকারী পাকিস্তানের সঙ্গে খেলতে নামবেন কেন উইলিয়ামসনরা।

বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ নিউজিল্যান্ডের সঙ্গে ৯ অক্টোবর। দুদিন বিরতি দিয়ে ১২ অক্টোবর আবারও কিউইদের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। আর টাইগারদের শেষ ম্যাচ ১৩ অক্টোবর পাকিস্তানের সঙ্গে। ত্রিদেশীয় সিরিজের ফাইনাল হবে ১৪ অক্টোবর। সবগুলো ম্যাচই হবে ক্রাইস্টচার্চে।