ভারত-ইংল্যান্ড সিরিজ

পান্ত ভারতের অধিনায়কত্ব করার যোগ্য নয়: কানেরিয়া

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:22 মঙ্গলবার, 28 জুন, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে রোহিত শর্মাকে পাচ্ছে না ভারত। তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে এই ম্যাচের জন্য অধিনায়ক হিসেবে উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্ত ও জসপ্রিত বুমরাহকে বিবেচনা করা হচ্ছে।

যদিও পান্ত ভারতকে নেতৃত্ব দেয়ার যোগ্য নন বলে মনে করেন পাকিস্তানের সাবেক ব্যাটার দানিশ কানেরিয়া। এমনকি তিনি নেতৃত্বের চিন্তা না করে নিজের বোলিংয়ে মনোযোগ দেয়ার পরামর্শ দিয়েছেন বুমরাহকে।

রোহিত না থাকলে বিরাট কোহলি বা রবিচন্দ্রন অশ্বিনকে অধিনায়কত্ব দিয়ে দেখতে পারে ভারত। মূলত টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব করার জন্য মানসিকভাবে তারা অনেক পিছিয়ে আছেন বলেই মনে করেন কানেরিয়া।

এ প্রসঙ্গে কানেরিয়া বলেন, 'সে যথেষ্ট পরিপক্ব নয় ভারতকে নেতৃত্ব দেয়ার জন্য। যেহেতু রোহিতের টেস্ট খেলা নিয়ে শঙ্কা রয়েছে, দেখা যাক কি হয়। রবিচন্দ্রন অশ্বিন ভালো পছন্দ হতে পারে। আমার মনে হয় না বুমরাহ এই চাপ সামলাতে পারবে। তার নিজের বোলিংয়েই মনোযোগ দেয়া উচিত। এটা টেস্ট ক্রিকেট। আমি বুমরাহ অথবা পান্তকে অধিনায়কত্বে চাই না।'

সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ভারতকে নেতৃত্ব দিয়েছেন পান্ত। তার অধীনে ২-২ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ ড্র করেছে ভারত। সিরিজের শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরত্যক্ত হয়। পুরো সিরিজ জুড়ে পান্তের অধিনায়কত্ব নিয়ে বেশ কয়েকবার প্রশ্ন উঠেছে।

পান্তের অধিনায়কত্বের সমালোচনা করে কানেরিয়া বলেন, 'যদি রোহিত না থাকে তাহলে সবচেয়ে ভালো পছন্দ হবে কোহলি। আপনার অশ্বিনও রয়েছে। পান্তকে দক্ষিণ আফ্রিকা সিরিজে অধিনায়কত্ব দেয়া হয়েছিল এবং সে খুবই বাজে অধিনায়কত্ব করেছে। সে যখন অধিনায়কত্ব করেছে তার নিজের ব্যাটিংও খারাপ হয়েছে। পান্তের আর অধিনায়কত্ব করা উচিত না।'