অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়াকে স্পিনে গুরুত্ব দেয়ার পরামর্শ দিলেন ওয়াটসন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:07 মঙ্গলবার, 28 জুন, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

এশিয়া অঞ্চলের উইকেটে বরাবরই বাড়তি সুবিধা পান স্পিনাররা। তাছাড়া শ্রীলঙ্কা দলেরও বড় শক্তির জায়গা স্পিন। সবমিলিয়ে গল টেস্টে স্পিন সহায়ক উইকেটই বানাতে পারে লঙ্কানরা। তাই সব দিক বিবেচনায়, দুই স্পিনার নিয়ে একাদশ গড়ার পরামর্শ দিয়েছেন শেন ওয়াটসন।

চোটের কারণে গল টেস্টে অনিশ্চিত ছিলেন মিচেল সোয়েপসন। তবে টেস্ট শুরুর আগেই পুরো ফিট হয়ে উঠেছেন এই স্পিনার। তাই গল টেস্টে তার খেলা নিয়ে আর কোনো শঙ্কা থাকছে না।

তাছাড়া নাথান লায়নের মতো অভিজ্ঞ স্পিনারও আছেন অজি ঢেরায়। উপমহাদেশের মাটিতে তার রেকর্ডও বেশ ভালো। এদিকে স্কোয়াডে যোগ করা হয়েছে গ্লেন ম্যাক্সওয়েলকেও। তিনিও বেশ কার্যকরী হয়ে উঠতে পারেন।

ওয়াটসন বলেন, 'নিশ্চিতভাবেই অস্ট্রেলিয়াকে আবারও দুই স্পিনার রাখতে হবে এবং ব্যাটারদের প্রথম ইনিংসে খুব ভালো ব্যাটিং করতে হবে কারণ দ্বিতীয় ইনিংসে ব্যাট করা খুব চ্যালেঞ্জিং হতে পারে। যখন উইকেট শুকিয়ে যেতে শুরু করে এবং ফুটমার্কগুলি কাজ করতে শুরু করে।'

গল টেস্টে অজিরা যে স্পিনে বাড়তি মনযোগ দিচ্ছে তা প্যাট কামিন্সের কথায় স্পষ্ট। তিনি বলেন, 'আমরা স্বেপোকে (সোয়েপসন) নিয়ে সত্যিই খুশি। আমরা মনে করি, সে ভালোভাবে বোলিং করছে এবং এর (খেলার) জন্য সত্যিই প্রস্তুত।'

আগামী ২৯ জুন শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৮ জুলাই। দুটো টেস্টই হবে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে। এই টেস্ট সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।