ইংল্যান্ড

নতুন দর্শনেই লক্ষ্যে পৌঁছাতে চায় ইংল্যান্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:53 মঙ্গলবার, 28 জুন, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

খেলোয়াড় হিসেবে শুরু থেকেই আক্রমণাত্বক দর্শনে বিশ্বাসী ছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। কোচিং ক্যারিয়ারে এসেও বদলায়নি ম্যাককালামের দর্শন। এদিকে বেন স্টোকস বরাবরই লড়াকু মানসিকতার। আক্রমণাত্মক খেলতে পছন্দ করেন, কখনো হাল ছাড়েন না। আক্রমণাত্বক মানসিকতার এই দুজনকে ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের দায়িত্ব দেয়ায় অনেকের মাঝে হিতে বিপরীত হওয়ার শঙ্কাও ছিল। তবে সব শঙ্কা দূর করে অভিষেক সিরিজেই বাজিমাত করেছেন তারা।

ম্যাককালাম-স্টোকসের যুগে এসে ইংলিশদের সাদ পোশাকে যেন বসন্তের হাওয়া লেগেছে। তারা দায়িত্ব নেয়ার আগে, সর্বশেষ ১৭ টেস্টে ইংল্যান্ডের জয় ছিল কেবল মাত্র একটিতে। এমনকি গত বছর এক পঞ্জিকা বর্ষে টেস্ট হারের লজ্জার রেকর্ড গড়েছিল তারা। এমন পরিস্থিতিতে টিম ম্যানেজমেন্ট সহ পুরো দলকে ঢেলে সাজায় ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

নিউজিল্যান্ডকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করে যাত্রা শুরু করেছেন স্টোকস-ম্যাককালাম জুটি। এই সিরিজে নতুন ব্র্যান্ডের এক ইংল্যান্ড দল দেখেছে ক্রিকেট বিশ্ব। মাঠের ক্রিকেটে স্টোকসের আক্রমণাত্মক মনোভাব আর ড্রেসিংরুমে ম্যাককালামের মাস্টার মাইন্ড। সবমিলিয়ে নতুন যুগে ইংলিশদের টেস্ট ক্রিকেট। 

ম্যাককালাম মনে করছেন, এই নতুন দর্শনে অনেক দূর যাবে ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট। যেমনটা হয়েছে ইংলিশদের সাদা বলের ক্রিকেটে। তিনি বলেন, 'আমি আশা করি, আমরা এটিকে (ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের নতুন সংস্কৃতি) অনেক দূরে নিয়ে যাব এবং এরপর আমরা জানতে পারব যে সেটা ঠিক কোন জায়গায়। যতক্ষণ না আপনি এটি করছেন, ততক্ষণ আপনি সত্যিই নিশ্চিত নন।'

নতুন ব্র্যান্ডের ক্রিকেটে ইংল্যান্ডের সাফল্য ধরে রাখতে কাজ করবেন ম্যাককালাম। এই ধারায় যাতে তাদের ক্রিকেটে আরও উন্নতি হয় সেই চেষ্টাই থাকবে এই কিউই কোচের। ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেট যেমন শক্তিশালী ভিতের ওপর আছে, ঠিক তেমনি টেস্ট ক্রিকেটেও শক্তিশালী সংস্কৃতি গড়ে তুলতে চান তিনি।

ম্যাককালাম বলেন, 'আমরা এটিকে ইংল্যান্ডের সাদা বলের সঙ্গে দেখছি, এমন অনেক সময় ছিল যখন তারা (সাদা বলের ক্রিকেটে) সম্ভবত খুব দ্রুত (উন্নতি করার) চেষ্টা করেছে এবং তারপরে তারা খুঁজে পেয়েছে। আমি মনে করি, এটি আমাদের সাথে একই রকম হবে এবং আমাদের সেই জায়গাটি কী তা খুঁজে বের করতে হবে।'