Connect with us

ইংল্যান্ড-ভারত সিরিজ

ইংল্যান্ডের বিপক্ষে কোহলিকে অধিনায়ক চান সোয়ান


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

গত সেপ্টেম্বরে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে চার ম্যাচ খেলে ২-১ ব্যবধানে শেষ করেছিল বিরাট কোহলির দল। সিরিজের বাকি একটি ম্যাচ খেলতে ভারতীয় দল ইংল্যান্ডে। সিরিজ নির্ধারণী ম্যাচটি শুরু হচ্ছে আগামী ১ জুলাই থেকে। তবে এই সিরিজে ভারতকে নেতৃত্ব দেয়ার কথা ছিল রোহিত শর্মার।

যদিও সিরিজ নির্ধারণী এই ম্যাচের আগে করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। ইনজুরির কারণে দলে নেই সহ-অধিনায়ক লোকেশ রাহুলও। ফলে ইংল্যান্ডের বিপক্ষে ভারতকে কে নেতৃত্ব দেবেন সেটা নিয়েও ধোঁয়াশা রয়েছে। অবশ্য ইংল্যান্ডের সাবেক স্পিনার গ্রায়েম সোয়ান মনে করেন এই টেস্টে কোহলিকেই নেতৃত্বভার দেয়া উচিত।

এর পেছনে যুক্তি হিসেবে সোয়ান জানিয়েছেন, কোহলির নেতৃত্বেই এই সিরিজটি শুরু করেছিল ভারত। তাই তাকেই শেষ করার সুযোগ দেয়া উচিত। তবে এই প্রস্তাব কোহলি মানবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে সাবেক এই ইংলিশ ক্রিকেটারের।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিরাট কোহলি যেটা শুরু করেছিল, তাকে সেটা শেষ করার একটা সুযোগ দেওয়া যেতেই পারে। এবার বিরাট সেটা চাইবেন কিনা, তা নিয়ে একটা সন্দেহ রয়েছে। তবে আমার মনে হয় না ইংল্যান্ড এই নিয়ে বেশি কিছু চিন্তাভাবনা করবে।'

ভারতের বিপক্ষে সিরিজের আগের ম্যাচগুলোতে ইংল্যান্ডের নেতৃত্ব দিয়েছিলেন জো রুট। এরপর তাদের অধিনায়কত্বেও পরিবর্তন এসেছে নেতৃত্ব এসেছে বেন স্টোকসের কাঁধে। সোয়ান মনে করেন স্টোকসও কোহলিকেই ভারতের অধিনায়ক হিসেবে চাইবেন।

স্টোকসের ভাবনার কথা চিন্তা করে সোয়ান বলেন, 'স্টোকস তো চাইবেই যে বিরাট দলকে নেতৃত্ব দিক। তাহলে সে সরাসরি গত বছর (জো) রুটের অধীনে দল কেমন খেলেছিল, আরও ওর অধীনে কেমন খেলল, সেটা তুলনা করে বিচার করতে পারবে।’

সর্বশেষ

১৮ আগস্ট, বৃহস্পতিবার, ২০২২

নাইম ও সাব্বিরের ব্যাটে বাংলাদেশ ‘এ’ দলের ২৭৭

১৮ আগস্ট, বৃহস্পতিবার, ২০২২

সিডনি সিক্সার্সের বড় প্রস্তাবে স্মিথের ‘না’

১৮ আগস্ট, বৃহস্পতিবার, ২০২২

এশিয়া কাপ দিয়ে টি-টোয়েন্টিতে কিপিংয়ে ফিরছেন মুশফিক!

১৮ আগস্ট, বৃহস্পতিবার, ২০২২

এশিয়া কাপে দেখা মিলবে নতুন বাংলাদেশের, বিশ্বাস পাপনের

১৮ আগস্ট, বৃহস্পতিবার, ২০২২

অধিনায়ক রোহিতকে আরও সময় দিতে চান সৌরভ

১৮ আগস্ট, বৃহস্পতিবার, ২০২২

আরব আমিরাতে দল পেলেন বিগ ব্যাশকে ‘না’ করা লিন

১৮ আগস্ট, বৃহস্পতিবার, ২০২২

সিডন্সের আগ্রহে বিদেশি পাওয়ার হিটিং কোচ নেয়নি বিসিবি

১৮ আগস্ট, বৃহস্পতিবার, ২০২২

ওয়ানডে ক্রিকেট হারিয়ে যাওয়ার আলোচনা ফালতু: রোহিত

১৮ আগস্ট, বৃহস্পতিবার, ২০২২

আফগানদের ৪০ বলে হারিয়ে সিরিজ আয়ারল্যান্ডের

১৮ আগস্ট, বৃহস্পতিবার, ২০২২

জয় দিয়ে সিরিজ শুরু ক্যারিবিয়ানদের

আর্কাইভ

বিজ্ঞাপন