ইংল্যান্ড - ভারত সিরিজ

ভারতের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট দল ঘোষণা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 22:39 সোমবার, 27 জুন, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

হেডিংলি টেস্ট চলাকালীন করোনায় আক্রান্ত হয়েছিলেন বেন ফোকস। এই উইকেটকিপার ব্যাটারের জায়গায় নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের একাদশে সুযোগ পেয়েছিলেন স্যাম বিলিংস। এবার ভারতের বিপক্ষে টেস্টেও বিলিংসকে টেস্ট দলে যুক্ত করলো ইংল্যান্ড।

শনিবার পিঠের চোটের কারণে উইকেটের পেছনে দায়িত্ব পালন করেননি ফোকস। জনি বেয়ারস্টো ছিলেন এই গুরু দায়িত্বে। বিকেলে করোনা পরীক্ষা করা হলে তাতে পজিটিভ আসে ফোকসের। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) করোনাবিধি মেনেই একাদশে যুক্ত করা হয়েছিল বিলিংসকে। 

করোনায় আক্রান্ত হওয়ায় ভারতের বিপক্ষে এজবাস্টন টেস্টে খেলা নিয়েও শঙ্কা ছিল ফোকসের। যদিও ভারতের বিপক্ষে তাকে পেতে আশাবাদী ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বিলিংসকে স্কোয়াডে যুক্ত করার পরও ফোকসকে রেখেছে দেশটির ক্রিকেট বোর্ড।

এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে খুব একটা ছন্দে ছিলেন না জ্যাক ক্রলি। তবুও তার ওপর থেকে আস্থা হারাচ্ছেন না ব্রেন্ডন ম্যাককালাম ও বেন স্টোকস। কিউইদের বিপক্ষে সর্বশেষ ইনিংসে ২৫ রান করা ক্রলিকে সুযোগ দেয়া হয়েছে ভারতের বিপক্ষেও। 

গোড়ালির চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্ট না খেললেও ভারতের বিপক্ষে শেষ টেস্টের দলে রয়েছেন জেমস অ্যান্ডারসন। পেস ইউনিটে তার সঙ্গী হিসেবে রয়েছেন জেমি ওভারটন, ম্যাথু পটস, ক্রেইগ ওভারটন এবং স্টুয়ার্ট ব্রড। আগামী ১ জুলাই মাঠে গড়াবে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট।

ইংল্যান্ডের স্কোয়াড: বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, বেন ফোকস, জ্যাক লিচ, অ্যালেক্স লিস, ক্রেইগ ওভারটন, জেমি ওভারটন, ম্যাথু পটস, অলি পোপ এবং জো রুট।