ক্রিকেট পাকিস্তান

আবারও ম্যাথু হেইডেনকে নিয়োগ দিচ্ছে পাকিস্তান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:32 সোমবার, 27 জুন, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ম্যাথু হেইডেনের অধীনে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফর্ম করেছিলেন পাকিস্তানের ব্যাটাররা। সাফল্য পাওয়ার পরও বিশ্বকাপের পর হেইডেনের সঙ্গে চুক্তি নবায়ন করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে অস্ট্রেলিয়ার বিশ্বকাপের আগে আবারও হেইডেনকে নিয়োগ দিচ্ছে পাকিস্তান।

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে মাঠে গড়াবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০ ওভারের বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশকে সঙ্গে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। কিউইদের মাটিতে পা দেবার আগে হেইডেনকে কোচিং প্যানেলে যুক্ত করার কথা ভাবছে পিসিবি।

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো এবারও পাকিস্তানের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করার কথা রয়েছে তার। যদিও পাকিস্তানের বর্তমান ব্যাটিং কোচ হিসেবে রয়েছেন মোহাম্মদ ইউসুফ। তবে বিশ্বকাপে তারা দুজনে এক সঙ্গে কাজ করবেন।

হেইডেনকে আবারও পাকিস্তানের কোচিং প্যানেলে ফেরানো প্রসঙ্গে রমিজ রাজা বলেন, ‘অস্ট্রেলিয়া বিশ্বকাপের সময় পাকিস্তানের দলের সঙ্গে কাজ করার জন্য আমরা আবারও ম্যাথু হেইডেনকে আনার চেষ্টা করবো।’

এদিকে এক বছর না হওয়া পর্যন্ত পাকিস্তানের প্রধান কোচের ভূমিকায় থাকবেন সাকলাইন মুশতাক। বিষয়টি নিশ্চিত করেছেন পিসিবি সভাপতি। রমিজ বলেন, ‘এক বছর পূর্ণ না হওয়া পর্যন্ত সাকলায়েন প্রধান কোচের ভূমিকা পালন করবেন।’

‘ঘরোয়া ক্রিকেটে তার যুক্ত থাকার স্বার্থে এক বছর পর হয়তো চুক্তি আর নবায়ন নাও হতে পারে। তবে, জাতীয় দলের সঙ্গে এক বছর পূর্ণ দায়িত্ব পালন করেই তিনি যাবেন।’