ইংল্যান্ড

অবসরে যাচ্ছেন মরগান, নেতৃত্ব পাচ্ছেন বাটলার!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:35 সোমবার, 27 জুন, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

গত কয়েক মাস ধরে অফ ফর্মে আছেন ইয়ন মরগান। সর্বশেষ নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজেও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন ইংল্যান্ডের অধিনায়ক। দুই ম্যাচেই ডাক মেরে সাজঘরে ফিরেছেন তিনি। সবমিলিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি।

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এখনই হয়তো পরিকল্পনা করবে ইংল্যান্ড। এই পরিকল্পনার বড় অংশ জুড়ে থাকবেন অধিনায়ক। তাই নেতৃত্ব নিয়ে এখনই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন মরগান।

এ সপ্তাহেই তিনি আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিতে পারেন বলে দ্য গার্ডিয়ান এর এক প্রতিবেদনে বলা হয়েছে। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেতে পারেন জস বাটলার অথবা মঈন আলি।

মরগান নিজেও বুঝতে পারছেন সময়টা তার পক্ষে যাচ্ছে না। নিজেকে হারিয়ে খুঁজছেন তিনি। মরগান অবশ্য স্পষ্টতই বলে দিয়েছেন, যখন তিনি মনে করবেন যে, তিনি দলে অবদান রাখতে পারবেন না তখন দলের দায়িত্ব ছেড়ে দেবেন।

মরগান বলেন, 'যদি আমি মনে করি, আমি যথেষ্ট ভালো না অথবা আমার যদি মনে হয়, আমি দলে অবদান রাখতে পারবো না তাহলে আমি (ক্যারিয়ার) শেষ করবো।'

ওয়ানডেতে সর্বশেষ ৮ ইনিংসে মরগানের ফিফটি কেবল মাত্র একটি। যেখানে ৪০ পেরোনো ইনিংস দুইটি। আর টি-টোয়েন্টি ক্রিকেটে তার সর্বশেষ ১০ ইনিংসে ৩০ পেরোনো ইনিংস মাত্র একটি।