বাংলাদেশ- ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

মেয়ার্সকে পরিকল্পনা করে আউট করতে পারায় উচ্ছ্বসিত খালেদ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:09 সোমবার, 27 জুন, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট লুসিয়া টেস্টে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত বলার মতো অর্জন আছে কেবল খালেদ আহমেদের। টেস্টে ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট পেয়েছেন তিনি। দুর্দান্ত এক স্লোয়ারে পরাস্ত করেছেন ম্যাচের একমাত্র সেঞ্চুরিয়ান কাইল মেয়ার্সকে। তৃতীয় দিন শেষে জানালেন, মেয়ার্সকে পরিকল্পনা অনুযায়ী আউট করতে পারায় দারুণ খুশি তিনি।

সেন্ট লুসিয়া টেস্টে বাংলাদেশের হার যেন সময়ের ব্যাপার। টেস্ট ক্রিকেটের ব্যর্থতা যেন একেবারেই কাটছে না লাল সবুজের দলের। এই ম্যাচটি ইনিংস ব্যবধানে হার এড়াতে টাইগারদের প্রয়োজন আরও ৪২ রান।

মূলত ম্যাচটিতে বাংলাদেশকে বিপদে ফেলেছেন মেয়ার্স। ২০৮ বলে ১৮টি চার ও দুটি ছক্কায় ১৪৬ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন তিনি। খালেদের ফুলার লেংথের স্লোয়ার ডেলিভারিতে বিভ্রান্ত হয়ে পড়েন মেয়ার্স। খালেদের স্লোয়ার বুঝতে না পেরে ফ্লিক করতে গিয়ে শরিফুল ইসলামের হাতে ক্যাচ তুলে দেন বাঁহাতি এই ব্যাটার।

ম্যাচ শেষে খালেদ বলেন, 'প্রতিটি উইকেটই আমার জন্য ছিল স্পেশাল, প্রথমবার ৫ উইকেট পেয়েছি। বিশেষ করে মেয়ার্সের উইকেট ছিল অনেক কষ্টের ফল। গতকাল থেকে ওকে আউট করার চেষ্টা করেছিলাম। আজকে ওকে স্লোয়ার বলে পরাস্ত করেছি, নিজের কাছে ভালো লেগেছে যে পরিকল্পনা করে আউট করতে পেরেছি।'

'অনেক ভালো লাগছে যে ৫ উইকেট পেয়েছি আন্তর্জাতিক ক্রিকেটে। অনেক দিন ধরে চেষ্টা ছিল যে ৫ উইকেট কীভাবে নেওয়া যায়। আগেও একটা সুযোগ এসেছিল, মিস করে ফেলেছি। এটায় চেষ্টা ছিল যেন ৫ উইকেট হয়। খুব ভালো লাগছে। এটা ধরে রাখার চেষ্টা করব।'

প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৩৪ রানের জবাবে ৪০৮ রানে থেমেছে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংসে করেছে ছয় উইকেটে ১৩২ রান। খালেদ জানালেন, এখনও এই টেস্ট থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ।

খালেদ আরও বলেন, 'সব ক্রিকেটারের ইচ্ছা থাকে, তার মাইলফলক যেন ‘ইম্প্যাক্টফুল’ হয়, দলের লাভ হয়। টেস্ট ক্রিকেটে হয়তো আমাদের ভালো সময় যাচ্ছে না। তবে সামনে অনেক সময় আসবে, অনেক ভালোভাবে হবে। সবাই জানপ্রাণ দিয়ে চেষ্টা করছে, নিজেকে কীভাবে আরও ভালোভাবে মেলে ধরা যায়।'