আয়ারল্যান্ড- ভারত সিরিজ

টেক্টর ঝড়কে ম্লান করে ভারতকে জেতালেন হুদা-ইশানরা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:31 সোমবার, 27 জুন, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ডাবলিনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে সাত উইকেটে হারিয়েছে ভারত। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাওয়া এই জয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন ভারত।

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের অনেক পরে শুরু হয় ম্যাচটি। দুই দলের জন্য ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ১২ ওভারে। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে তাই আগ্রাসী খেলার চেষ্টায় থাকে আইরিশরা।

যদিও শুরুতে সুবিধা করতে পারেনি তারা। মাত্র ২২ রান তুলতেই তিন উইকেট হারায় তারা। ভুবনেশ্বর কুমারের বলে বোল্ড হয়ে অধিনায়ক আন্ডি বালবির্নি ফিরে যান রানের খাতা না খুলেই।

আরেক ওপেনার পল স্টার্লিংকে (৪) ফেরান পান্ডিয়া। ব্যক্তিগত ৮ রানে ফিরে যান গ্যারেথ ডিলানি। তাকে ফেরান আভেশ খান। চার ওভারের মধ্যে তিন উইকেট হারানো আইরিশদের ১২ ওভার শেষে চার উইকেটে ১০৮ রানে পৌঁছে দেন হ্যারি টেক্টর।

তার ৩৩ বলে খেলা ৬৪ রানের ইনিংসে স্বল্প-দৈর্ঘ্যের ম্যাচে জিইয়ে ছিল আইরিশরা। এই ইনিংসে ছিল ছয়টি চার ও তিনটি ছক্কার মার।

অল্প ওভারের খেলা। রান তাড়া করতে হবে ওভার প্রতি নয়ের বেশি রান নিয়ে। এ দিন তাই নিয়মিত ওপেনার রুতুরাজ গায়কোয়াড়কে নামাননি অধিনায়ক পান্ডিয়া। ভারতের হয়ে ইশান কিশানের সঙ্গে ইনিংসের সূচনা করেন দীপক হুদা।

এর যথার্থ ফলও পায় ভারত। মাত্র ১৬ বলে ৩০ রানের জুটি গড়েন কিশান এবং হুদা। কিশান ১১ বলে ২৬ করে ফিরে যান। তিনে নামা সূর্যকুমার যাদব অবশ্য ক্রেইগ ইয়ংয়ের খেলা প্রথম বলেই বোল্ড হয়ে ফিরে যান।

এরপর পান্ডিয়ার সঙ্গে ভারতকে জয়ের দিকে এগিয়ে নেন হুদা। শেষবার আইপিএলে লক্ষ্ণৌয়ের হয়ে দুর্দান্ত খেলা হুদা তার ফর্ম এই ম্যাচেও ধরে রাখেন। ২৯ বলে ছয়টি চার ও দুটি ছক্কায় ৪৭ রানে অপরাজিত থাকেন তিনি।

পান্ডিয়ার ব্যাটে আসে ১২ বলে ২৪ রান। শেষদিকে নামা দীনেশ কার্তিক ৪ বলে ৫ রানে অপরাজিত থাকেন। এই ম্যাচে অভিষেক হয় আইপিএল মাতানো ভারতীয় পেসার উমরান মালিকের। তবে নিজের করা একমাত্র ওভারে ১৪ রান দেন তিনি। তিন ওভারে ১১ রান খরচায় এক উইকেট নিয়ে ম্যাচটির ম্যাচ সেরা নির্বাচিত হন যুবেন্দ্র চাহাল।