Connect with us

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

সারাজীবন তো হেরেই এসেছি, এবারের পারফরম্যান্স ভালো: পাপন


প্রকাশ

:


আপডেট

:

ছবি : ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||

২০১৮ সালে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ হোয়াইটওয়াশের স্বাদ পেয়েছিল। সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ২১৯ রানে হেরেছিল টাইগাররা। আর দ্বিতীয় টেস্টে হারের ব্যবধান ১৬৬ রানে। সেই তুলনায় এবারের সফরে বাংলাদেশের পারফরম্যান্স বেশ ভালো বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

চলতি সফরে নিজেদের প্রথম ম্যাচে অল্পের জন্য ইনিংস হারের স্বাদ পেতে হয়নি বাংলাদেশকে। প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৮ উইকেটে। দুই ইনিংসেই বাংলাদেশের ব্যাটারদের পারফরম্যান্স ছিল হতাশাজনক। এমন পারফরম্যান্সেও ইতিবাচক কিছু খুঁজছেন বিসিবি সভাপতি।

ক্রিকেট কমিটি অব ঢাকা মেন্ট্রোপলিসের (সিসিডিএম) পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে গণমাধ্যমকে পাপন বলেছেন, 'আমরা যদি মনে করি ওয়েস্ট ইন্ডিজে গিয়ে টিম হেরে যায় তাহলে আমাদের খুব খারাপ অবস্থা সেটা কিন্তু আমি একমত না। সারাজীবন তো হেরেই এসেছি। বরং আমি বলবো, প্রথম টেস্টটাতে যদি দেখি আমি, সর্বশেষ আমরা গিয়েছি ২০১৮তে বোধ হয়। তার চেয়ে এবারের পারফরম্যান্স ভালো। আমার কাছে অবশ্যই এটা উন্নতি।'

বাংলাদেশ টেস্ট ক্রিকেটে ২১ বছর কাটিয়ে দিয়েছে। যদিও সাদা পোশাকের ক্রিকেটে এখনও পায়ের তলার মাটি খুঁজে পায়নি টাইগাররা। ঘরের মাঠে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো দলকে হারালেও এখনও বাংলাদেশ শক্তিশালী দল হয়ে যায়নি বলেই মনে করেন বিসিবি সভাপতি।

চলতি বছরই নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জিতে চমকে দিয়েছিল টাইগাররা। তবে এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে। বাজে পারফরম্যান্স অব্যাহত আছে চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরেও। পাপন অবশ্য মনে করেন টেস্টে বাংলদেশের ধারাবাহিক সাফল্য পেতে লম্বা পথ পাড়ি দিতে হবে।

তিনি বলেন, 'আমাকে যদি ২২ বছরের কথা বলেন, আমরা দেশের মাটিতে জেতা শুরু করেছি, তাই বলে যে সবগুলোতে জিতে যাব তা না। আমরা কয়েকটা টেস্ট ম্যাচ জিতেছি দেশের মাটিতে শক্তিশালী দলের বিপক্ষে। এটা একটা উন্নতি। বিদেশেও যে আমরা জিততে পারি সেটার একটা আভাস পেয়েছি। তাই বলে যে আমরা এখনই ভালো টিম হয়ে গেছি, প্রশ্নই ওঠে না। আমাদের এখন অনেক পথ বাকি আছে।'

সর্বশেষ

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

ভারতের স্কোয়াড দেখে উদ্বিগ্ন আকাশ চোপড়া

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

'অতি উত্তেজনার কারণে ভারতের বিপক্ষে বড় মঞ্চে হারে পাকিস্তান'

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

কেন্টের সঙ্গে ১৭ বছরের সম্পর্ক ছিন্ন হচ্ছে স্টিভেন্সের

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

নেপালের হেড কোচের দায়িত্বে মনোজ প্রভাকর

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

বিষ্ণই কেন দলে, শামি কেন নেই, প্রশ্ন শ্রীকান্তের

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

‘কোহলির ব্যাটে সেঞ্চুরির আশাই করতে পারে না ভারত’

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

না খেলে কার্তিককে ধারাভাষ্য দেয়ার পরামর্শ জাদেজার

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

লর্ডস টেস্টের আগেই ‘ফিট’ রাবাদাকে চান এলগার

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

এশিয়া কাপের জন্য ভারতের দল ঘোষণা

৮ আগস্ট, সোমবার, ২০২২

এশিয়া কাপে নেই বুমরাহ

আর্কাইভ

বিজ্ঞাপন