পিজেএল

পিজেএল আয়োজনে নতুন চ্যালেঞ্জের সামনে পিসিবি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:38 রবিবার, 26 জুন, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

তরুণ ক্রিকেটারদের দক্ষতা বাড়াতে তাদের নিয়ে পাকিস্তান জুনিয়র লিগ (পিজেএল) আয়োজনের প্রস্তাব করেছিলেন রমিজ রাজা। ইতোমধ্যেই এই টুর্নামেন্ট আয়োজনের সূচিও ঠিক করেছিল পিসিবি। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছে পিজেএল।

আগামী এক অক্টোবর থেকে মাঠে গড়ানোর কথা পিজেএলের। তরুণদের এই টুর্নামেন্টে অংশ নেবে ছয় দল। তিন দলে মেন্টর থাকবেন পাকিস্তানি তারকা ক্রিকেটাররা। আর বাকি তিন দলে বিদেশি ক্রিকেটারদের মেন্টর হিসেবে থাকার কথা।

তবে এখানেই পিসিবি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। কেননা ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। বিদেশি তারকা ক্রিকেটাররা তখন অস্ট্রেলিয়ায় ধারাভাষ্যকার, বিশ্লেষক কিংবা ক্রিকেট সংশ্লিষ্ট বিভিন্ন কাজে ব্যস্ত থাকবেন।

বিশ্বকাপের সঙ্গে জুনিয়রদের এই টুর্নামেন্ট সাংঘর্ষিক হওয়ায় টুর্নামেন্টটি মাঠে গড়ানো নিয়ে কিছুটা শঙ্কা থাকছেই। তারপরও বিদেশি ক্রিকেটারদের চুক্তিবদ্ধ করতে এবং টুর্নামেন্ট আয়োজন করতে আশাবাদী পিসিবি কর্মকর্তারা।

পিএসএলের আদলে হলেও পিজেএল হবে মূলত শহর ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। আন্তর্জাতিক অঙ্গনের যুব ক্রিকেটাররা (অনূর্ধ্ব-১৯) এই টুর্নামেন্টে অংশ নিতে পারবেন। ক্রিকেটারদের বাছাই করা হবে ড্রাফটের মাধ্যমে। বৈশ্বিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে পিজেএলের সম্প্রচারও হবে উচ্চ মানসম্পন্ন।

পিজেএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর ভিত্তিমূল্যও নির্ধারণ করে দিয়েছে পিসিবি। প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির ভিত্তিমূল্য ধরা হয়েছে ৭ লাখ মার্কিন ডলার। তার আগে, কয়েকটি ফ্র্যাঞ্চাইজির মালিক অনুরোধ জানিয়েছিলেন, যাতে ভিত্তি মূল্যে কিছুটা ছাড় দেয়া হয়। তবে সেখানে কোনো ছাড় দেয়নি পিসিবি।