পাকিস্তান ক্রিকেট

রমিজ পাকিস্তানের ক্রিকেটকে ধ্বংস করছেন, দাবি তানভীরের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:31 রবিবার, 26 জুন, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রামিজ রাজাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন দেশটির সাবেক ক্রিকেটার তানভীর আহমেদ। তিনি মনে করেন পাকিস্তানের ক্রিকেটকে ধ্বংস করে দেবেন রমিজ।

পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পর থেকেই নতুন নতুন প্রকল্প বাস্তবায়ন করে সর্বমহলের প্রশংসা পাচ্ছেন রমিজ। যদিও তানভীরের বিশ্বাস তার দায়িত্ব নেয়ার পর পাকিস্তানের ক্রিকেটের কোনো উন্নতিই হয়নি।

তানভীর নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে বলেছেন, 'আপনি কি আমাকে একটি ভালো জিনিস বলতে পারেন যা রামিজ রাজা দায়িত্ব নেয়ার পরে করেছেন? দল নির্বাচন এবং নিয়োগের মানদণ্ড এখনও পিসিবির মধ্যে যোগ্যতার ভিত্তিতে হয় না।'

রমিজ দায়িত্ব নেয়ার পর পাকিস্তানের ক্রিকেটের উন্নতি হবে ভেবেছিলেন তানভীর। তবে এখনও উল্লেখযোগ্য কোনো উন্নতি চোখে পড়েনি সাবেক এই ক্রিকেটারের। রমিজ শুধু সময়ক্ষেপণ করছেন বলেও দাবি তার।

তানভীর বলেন, 'রামিজ রাজা যখন পিসিবি চেয়ারম্যান নির্বাচিত হন, আমি ভেবেছিলাম পরিস্থিতির উন্নতি হবে, কিন্তু এখনও পর্যন্ত তা হয়নি। তিনিও পুরানো সভাপতির মতোই। তিনি পাকিস্তান ক্রিকেটের উন্নতির জন্য কাজ না করেই সময় ব্যয় করছেন।’

রমিজের বেশ কিছু সিদ্ধান্তের সমালোচনা করে তানভীর বলেন, ‘চেয়ারম্যানের উচিত ছিল জুনিয়র পিএসএল আয়োজন না করে দুই দিন বা তিন দিনের টুর্নামেন্ট আয়োজনের দিকে মনোনিবেশ করা। এমন সিদ্ধান্ত নিয়ে পাকিস্তান ক্রিকেটকে ধ্বংস করতে চলেছেন তিনি।’

আন্তর্জাতিক ক্রিকেটে খুব একটা সফল হতে পারেননি তানভীর। তিনি পাকিস্তানের হয়ে পাঁচটি টেস্ট, দুটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলেছেন মাত্র। এরপর থেকে ক্রিকেট থেকেই দূরে সরে গেছেন তিনি।