অস্ট্রেলিয়া

চোট কাটিয়ে গল টেস্টে ফিরছেন স্মিথ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:50 রবিবার, 26 জুন, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলার সময় চোটে পড়েছিলেন স্টিভেন স্মিথ। আসন্ন টেস্ট সিরিজের প্রথম টেস্ট দিয়ে সেই চোট কাটিয়ে তিনি আবারও মাঠে ফিরছেন। এ তথ্য তিনি নিজেই নিশ্চিত করেছেন।

সাদা পোশাকের ক্রিকেটটা বরাবরই স্মিথের কাছে একটু বেশিই পছন্দের। তাইতো লঙ্কানদের বিপক্ষে এই টেস্ট সিরিজে খেলতে মুখিয়ে আছেন তিনি। খেলার মতো যথেষ্ট ফিটও বলে জানিয়েছেন এই অজি তারকা ব্যাটার।

স্মিথ বলেন, 'আমরা যদি এখনও ওয়ানডে ক্রিকেট খেলতাম তবে হয়তো আমি (খেলা নিয়ে) দ্বিধায় থাকতাম, তবে টেস্ট ক্রিকেটে আমি খেলবো। আমি স্লিপে ফিল্ডিং করি, মাঠের মধ্যে খুব বেশি দৌড়াতে হয় না। এই কন্ডিশনে খুব বেশি দ্রুত রানও নিতে হয় না।'

এর আগে লঙ্কানদের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ায়নডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিং করতে নেমে চোটে পড়েন স্মিথ। এরপর ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছিল তার চোট গুরুত্বর নয়। কিন্তু পরবর্তীতে তিনি পুরো ওয়ানডে সিরিজ থেকেই ছিটকে যান।

এরপর পায়ের চোট সেরে উঠতে তার বেশ কয়েক দিন লাগবে বলে জানা যায়। এরফলে টেস্ট সিরিজে তাকে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দেয়। তবে সেই শঙ্কা উড়িয়ে তিনি নিজেই এবার আশার বাণী শুনিয়েছেন অজি ক্রিকেট ভক্ত-সমর্থকদের।

আগামী ২৯ জুন শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৮ জুলাই। দুটো টেস্টই অনুষ্ঠিত হবে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে। এই টেস্ট সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।