ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজ

টেস্ট চলাকালীন করোনা আক্রান্ত ফোকস, একাদশে বিলিংস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:01 রবিবার, 26 জুন, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

টেস্ট চলাকালীন বড় দুঃসংবাদ শুনতে হল ইংল্যান্ডকে। করোনা আক্রান্ত হয়েছেন দলটির উইকেটরক্ষক বেন ফোকস। ইতোমধ্যে এই ক্রিকেটারকে আইসোলেশনে পাঠিয়ে দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ফোকস করোনা আক্রান্ত হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) করোনাবিধি মেনে ইতোমধ্যে স্যাম বিলিংসকে বদলি হিসেবে একাদশে অন্তর্ভুক্ত করেছে ইংল্যান্ড। ভাইটালিটি ব্লাস্ট ছেড়ে সরাসরি নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ দিন খেলতে নামবেন এই ক্রিকেটার।

শনিবার পিঠের চোটের কারণে উইকেটের পেছনে দায়িত্ব পালন করেননি ফোকস। জনি বেয়ারস্টো ছিলেন এই গুরু দায়িত্বে। বিকেলে করোনা পরীক্ষা করা হলে তাতে পজিটিভ আসে ফোকসের। 

ফোকসের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেলেও একাদশের বাকিরা এখনও সুস্থ আছেন। ইসিবি এক বিবৃতিতে জানায়, 'ইংল্যান্ড দলের বাকি ক্রিকেটাররা স্বাস্থ্যবিধি মেনে চলছে, কারও কোন লক্ষণ নেই। তবে কেউ অসুস্থবোধ করলে দ্রুত তারও পরীক্ষা করা হবে।'     

চলতি টেস্টের সঙ্গে ভারতের বিপক্ষে আসন্ন টেস্টেও ফোকসের খেলা নিয়েও রয়েছে শঙ্কা। তবে ইংল্যান্ড আশাবাদী সিরিজের পঞ্চম টেস্টের আগেই সুস্থ হয়ে যাবেন এই উইকেটরক্ষক। এক টেস্ট বাকি থাকা এই সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত।

এদিকে রবিবার খারাপ খবর শুনেছে ভারতীয় দলও। করোনা আক্রান্ত হয়েছেন দলটির অধিনায়ক রোহিত শর্মাও। তাই গুরুত্বপূর্ণ এই টেস্টে বিরাট কোহলিদের কে নেতৃত্ব দেবেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পহেলা জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের পঞ্চম ও শেষে টেস্টটি।