অস্ট্রেলিয়া ক্রিকেট

নতুন ব্যাগি গ্রিন নিয়ে খেলতে নামবেন ম্যাক্সওয়েল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:56 রবিবার, 26 জুন, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

অনেকটা অপ্রত্যাশিতভাবেই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। লম্বা সময় পর দলে ডাক পেয়েই এই অলরাউন্ডার জানিয়েছেন, ম্যানেজমেন্টের কাছ থেকে নতুন ব্যাগি গ্রিন ক্যাপ নিয়ে মাঠে নামবেন তিনি।

চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে খেলতে পারছেন না ট্রাভিস হেড। লঙ্কানদের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজেও তার খেলা নিয়ে শঙ্কা আছে। যদিও তিনি স্কোয়াডে আছেন। টেস্ট সিরিজে হেড অনিশ্চিত থাকায় যুক্ত হন ম্যাকওয়েল।

দীর্ঘদিন ধরে সাদা পোশাকের ক্রিকেটে নেই ম্যাক্সওয়েল। সময়ের হিসেবে তা প্রায় পাঁচ বছর। সর্বশেষ ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে খেলেছিলেন এই অলরাউন্ডার। এরপর বাকি দুই ফরম্যাটে দলের নিয়মিত সদস্য হলেও টেস্ট ক্রিকেটে ছিলেন বিবেচনার বাইরে।

তবে এবার হেডের চোট আর এশিয়ার মাটিতে খেলা হওয়ায় তার উপর ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। দলে ডাক পেয়ে রোমাঞ্চিত ম্যাক্সওয়েল। এই অলরাউন্ডার জানালেন, পুরোনো ব্যাগি গ্রিন ক্যাপটি নষ্টই হয়ে গেছে তার।

ম্যাক্সওয়েল বলেন, ‘এটা নিয়ে আসিনি বলে আমি খুশি। কারণ, এটা প্রায় পুরাটাই নষ্ট হয়ে গেছে। ফলে এই টেস্ট সফরের জন্য নতুন একটা টুপি নিতে হবে। গত বছর বের করেছিলাম এবং দেখলাম, পুরো নষ্ট হয়ে গেছে এবং মনে হলো, এটা ভালো কোনো কিছুর ইঙ্গিত নয়। আমার স্ত্রী গতকাল সেটা বের করে বলল, “আমার মনে হয় না, এটা আমি নিয়ে আসতে পারব।’

২৯ জুন শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৮ জুলাই। দুটো টেস্টই হবে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে। এই টেস্ট সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জস হ্যাজলউড, ট্রাভিস হেড, জস ইংলিস, উসমান খাজা, মারনাস ল্যাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সুয়াপসন, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল।