শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া সিরিজ

সিরিজ হারলেও তরুণদের পারফরম্যান্সে মুগ্ধ ফিঞ্চ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:59 শনিবার, 25 জুন, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়ানডে সিরিজ আগেই হাতছাড়া হয়েছে অস্ট্রেলিয়ার। শুক্রবার নিয়ম রক্ষার শেষ ওয়ানডেতে ৪ উইকেটের জয় পেয়েছে অজিরা। সিরিজ শেষে অধিনায়ক অ্যারন ফিঞ্চ জানিয়েছেন, পর্যাপ্ত জুটির অভাবেই সিরিজ হারতে হয়েছে তাদের।

শুধু এই ম্যাচই নয় পুরো সিরিজে দুই দলের পার্থক্য খুঁজে পেয়েছেন ফিঞ্চ। তিনি মনে করেন শ্রীলঙ্কার ব্যাটাররা নিয়মিত বড় জুটি গড়তে পেরেছেন। আর তার দলের ব্যাটাররা ৪০-৫০ রানের বেশি জুটি গড়তে পারেননি। তাই সিরিজ জয়ের পেছনে শ্রীলঙ্কাকেই কৃতিত্ব দিয়েছেন ফিঞ্চ।

ফিঞ্চ বলেন, ‘এই সিরিজে দারুণ লড়াই হয়েছে। শ্রীলঙ্কা সত্যি বলতে পরিবেশের সঙ্গে আমাদের থেকে বেশি ভাল মানিয়ে নিতে পেরেছে এবং ওদের জেতাটা একেবারেই যুক্তিসঙ্গত। আমদের ব্যাটাররা এই কঠিন পরিবেশে শুরুটা তো ঠিকঠাকই করেছিল, তবে সেটা বড় রানে রূপান্তরিত করতে পারেনি। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার তরফে একটি ১৭০ রানের পার্টনারশিপ হয়। এটাই তো দুই দলের মধ্যে পার্থক্য। আমরা ৪০-৫০ রানের পার্টনারশিপের বেশি এগোতে পারিনি। মিডল ওভারগুলোয় আরও ভাল ব্যাটিং করা উচিত ছিল আমাদের।’

সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে মাত্র ১৬০ রানে গুটিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। স্বল্প লক্ষ্য তাড়া করতে নেমে স্বস্তিতে ছিল না অজিরা। তারা ৫০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল। এরপর অবশ্য মার্নাস ল্যাবুশেন আর অ্যালেক্স ক্যারির ব্যাটে জয়ের কক্ষপথে ফেরে অজিরা।

ক্যারি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৪৫ রান করে। ৩১ রান এসেছে ল্যাবুশেনের ব্যাট থেকে। এ ছাড়া ক্যামেরন গ্রিন অপরাজিত ছিলেন ২৫ রান করে। এই সিরিজে বিশেষ করে নবাগতদের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন অজি দলপতি। সেই সঙ্গে শ্রীলঙ্কার দর্শকদেরও প্রশংসা করেছেন তিনি।

ফিঞ্চ বলেন, ‘নবাগতরা কিন্তু বেশ প্রভাবিত করছে এবং এটা একটা দারুণ সফর ছিল। আমাদের সমর্থনের জন্য সকলকে অনেক ধন্যবাদ। অনেকে আজ আমাদের ধন্যবাদ জানাতে হলুদ জার্সি পড়ে এসেছেন, তবে উল্টে আমাদের উচিত সমর্থকদের ধন্যবাদ জানানো।’