ভারত-ইংল্যান্ড সিরিজ

ফর্মে না থাকলে সমালোচনা হবেই, রোহিতকে কপিল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:14 শুক্রবার, 24 জুন, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ব্যাট হাতে সেরা ফর্মে নেই রোহিত শর্মা। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে অধিনায়কের ফর্মই বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের টিম ম্যানেজমেন্টের। সর্বশেষ ইংল্যান্ড সফরে একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরিতে রোহিতের ব্যাট থেকে এসেছিল ৩৬৮ রান।

এবার সেই ফর্মই অনুপ্রেরণা হতে পারে রোহিতের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সর্বশেষ আসরে ১২০.১৭ স্ট্রাইক রেট ও ১৯.১৪ গড়ে রোহিত করেছেন মাত্র ২৪৮ রান। রানের হিসেবে ভারতীয় এই ওপেনারের সবচেয়ে বাজে মৌসুমও।

আইপিএলের পর দক্ষিণ আফ্রিকা সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে রোহিতকে। অফ ফর্মে থাকা এই ব্যাটারকে কেন বিশ্রাম দেয়া হয়েছে এই বিষয়টি বুঝতে পারছেন না ভারতের সাবেক অধিনায়ক কপিল দেব। দীর্ঘদিন রান না পাওয়ায় রোহিতের সমালোচনাকেও স্বাভাবিকভাবেই দেখছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রোহিত বলেন, ‘আজকাল কোন খেলোয়াড়কে বিশ্রাম দেয়া হচ্ছে এবং কে নিজে থেকে বিশ্রাম চান, তা নির্বাচক বাদে বাকি সবার বোঝা মুশিকল। সে (রোহিত) যে দুর্দান্ত ক্রিকেটার, সেই নিয়ে সন্দেহের অবকাশ নেই। তবে ১৪ ম্যাচে একটিও ৫০ না করলে ডন ব্র্যাডম্যান, শচিন টেন্ডুলকার, বিরাট কোহলি, ভিভ রিচার্ডস- যেই হোক না কেন, সমালোচনা হওয়াটা খুবই স্বাভাবিক। সে অত্যাধিক পরিমাণে ক্রিকেট খেলতে কি বাধ্য হচ্ছে নাকি খেলাটা আর উপভোগ করছে না, সেটা খালি রোহিতই বলতে পারে। রোহিত, বিরাটদের খেলাটা উপভোগ করা খুবই জরুরি।’

রানে না থাকলে সমালোচকদের মুখ বন্ধ করাটাও কঠিন বলে মনে করেন কপিল। তার বিশ্বাস নামের কারণে দলে বেশিদিন থাকা যায় না। রান না করলে একজন ব্যাটারের সুযোগও ধীরে ধীরে কমে আসবে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য মানসিকভাবে শক্ত হওয়া প্রয়োজন মনে করেন কপিল।

তিনি বলেন, ‘রান করাটা সবার আগে প্রয়োজন। শুধুমাত্র বড় নামের সুবাদে বেশিদিন দলে থাকা যায় না। রান না করলে ধীরে ধীরে সুযোগও কমে আসবে। ১৪ ম্যাচের থেকে বেশি আর কত সুযোগ চাই? জানি না কেন ওদের (প্রোটিয়া সিরিজে) বিশ্রাম দেওয়া হয়েছিল। আমার মতে ওদের মানসিকতাটা সবার আগে ঠিক করা প্রয়োজন।'

'আমি ভুল প্রমাণিত হলে খুশিই হব। তবে ধারাবাহিকভাবে রান না এলে কোথাও না কোথাও তো সমস্যা আছেই। আমরা শুধু পারফরম্যান্সটাই দেখি। সেটা খারাপ হলে লোকেদের মুখ বন্ধ করাটা সম্ভব নয়। ব্যাট হাতে পারফরম্যান্সেই একমাত্র এর জবাব দেওয়া যায়। বাকি কিছুর মানে নেই।'