বাংলাদেশ- ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

বাংলাদেশের লক্ষ্য সিরিজ জয়: মাহমুদউল্লাহ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:31 শুক্রবার, 24 জুন, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

আরেকটি বহরে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। দেশ ছাড়ার আগে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানালেন, টি-টোয়েন্টি সিরিজ জেতাই মূল লক্ষ্য থাকবে বাংলাদেশের।

২৪ জুন সকালে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা দেন ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকা ক্রিকেটাররা। এই দুই ফরম্যাটের যেসব ক্রিকেটার টেস্ট ক্রিকেটে খেলছেন, তারা অনেক আগেই সেখানে পৌঁছেছেন।

এই বহরে মাহমুদউল্লাহর সঙ্গী ছিলেন আফিফ হোসেন ধ্রুব, মুনিম শাহরিয়ার, নাসুম আহমেদ, শেখ মেহেদী। যাত্রা শুরুর আগেই মিডিয়ার মুখোমুখি হন মাহমুদউল্লাহ।

সিরিজ জয়ের প্রত্যয়ে তিনি বলেন, 'বাংলাদেশের লক্ষ্য সিরিজ জয়। আর ইনশাআল্লাহ আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব। আর এই মুহূর্তে আমাদের টিমের ব্যালেন্স খুব ভালো আছে। এটা ভালো একটা সিরিজ হবে।'

'তারা ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খুব ভালো দল। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। ওদের কন্ডিশনে খেলা, অবশ্যই একটা চ্যালেঞ্জ থাকবে। কিন্তু শেষবার যখন গিয়েছি, ভালো ক্রিকেট খেলে সিরিজ জিতেছি, ইনশাআল্লাহ এবারও চেষ্টা করব সিরিজ জেতার।'

ইনজুরির কারণে ইতোমধ্যেই ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ ইয়াসির আলী রাব্বির। তার জায়গায় টি-টোয়েন্টি দলে সংযুক্ত করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। চার বছর পর টি-টোয়েন্টি ফেরা মিরাজকে দলে পেয়ে সন্তুষ্ট মাহমুদউল্লাহও।

তিনি বলেন, 'আমার মনে হয় মিরাজ ডিজার্ভ করে। ও খুব ভালো পারফর্ম করছে। শেষ বিপিএলেও ভালো করেছে। আমি খুব খুশি ও স্কোয়াডে আছে।'

শুক্রবার (২৪ জুন) মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে হবে ম্যাচটি। টেস্ট সিরিজ শেষে টি-টোয়েন্টি খেলতে নামবে দুই দল। আগামী ২, ৩ ও ৭ জুলাই অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।

এরপর তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজও খেলবে দুই দল। ১০ জুলাই মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১৩ ও ১৬ জুলাই।