ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজ

নিউজিল্যান্ডকে পথ দেখাচ্ছেন ইনফর্ম মিচেল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:45 শুক্রবার, 24 জুন, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

হেডিংলিতে সিরিজের তৃতীয় এবং শেষ টেস্টের প্রথম দিন ড্যারিল মিচেল এবং টম ব্লান্ডেলের ব্যাটে পার করল নিউজিল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে পাঁচ উইকেটে ২২৫ রান করে দিন শেষ করেছে তারা।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। প্রথম ওভারেই টম লাথামকে হারায় তারা। স্টুয়ার্ট ব্রডের বলে খোঁচা মেরে প্রথম স্লিপে দাঁড়ানো জো রুটকে ক্যাচ দেন লাথাম। এ দিন রানের খাতা খোলার আগেই বিদায় নেন লাথাম।

আরেক ওপেনার উইল ইয়ংও সুবিধা করতে পারেননি। ব্যক্তিগত ২০ রানে জ্যাক লিচের বলে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে বিদায় নেন তিনি। অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাটে অনেকদিন ধরেই রান নেই।

ডেভন কনওয়েকে সঙ্গে নিয়ে রানে ফেরার চেষ্টায় ছিলেন উইলিয়ামসন। যদিও খুব বেশি সুবিধা করতে পারেননি তিনি। দলীয় ৬২ রানে স্টুয়ার্ট ব্রডের দ্বিতীয় শিকার হয়ে মাঠ ছাড়েন উইলিয়ামসন।

ব্রডের বলে খোঁচা মেরে উইকেটরক্ষক বেন ফোকসের গ্লাভসে বল জমা করেন তিনি। ফেরার আগে কিউই অধিনায়কের ব্যাটে আসে ৬৪ বলে ৩১ রানের ইনিংস। হেনরি নিকোলসকে সঙ্গে নিয়ে দুর্গ তৈরির চেষ্টায় ছিলেন কনওয়ে।

কিন্তু জেমি ওভারটনের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। ইংল্যান্ডের অভিষিক্ত পেসারের বলে ফেরার আগে কনওয়ে করেন ২৬ রান। দিনের বাকিটা সময় নিরাপদেই পার করে দিতে পারতেন নিকোলস এবং মিচেল।

কিন্তু অদ্ভুতুড়েভাবে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান ১৯ রান করা নিকোলস। লিচের করা স্পিন তার ব্যাটে লেগে নন স্ট্রাইকে দাঁড়ানো মিচেলের দিকে চলে যায়। বল যেন শরীর বা ব্যাটে না লাগে তার জন্য সরে দাঁড়ানোর চেষ্টাও করেছিলেন মিচেল।

কিন্তু পারেননি তিনি। ফলে বলটি মিচেলের ব্যাটে লেগে সরাসরি চলে যায় মিড অফে দাঁড়ানো অ্যালেক্স লিসের হাতে। ঘটনার আকস্মিকতায় অবাক বনে যান বোলারসহ কয়েকজন ফিল্ডার। মোহ কেটে গেলে উদযাপনে ব্যস্ত হন তারা।

ধীরেসুস্থে খেলে হাফ সেঞ্চুরির দেখা পান ইনফর্ম মিচেল। ৭৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করবেন লর্ডস এবং নটিংহামে সেঞ্চুরি পাওয়া এই ব্যাটার। তাকে সঙ্গ দেবেন আরেক ইনফর্ম ব্যাটার বান্ডেল। তিনি অপরাজিত আছেন ৪৫ রান করে। অবিচ্ছিন্ন জুটিতে দুজন এখন পর্যন্ত ১০২ রান তুলেছেন।

সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড প্রথম ইনিংস- ২২৫/৫ (৯০ ওভার) (মিচেল ৭৮*, ব্লান্ডেল ৪৫*; ব্রড ২/৪৫, লিচ ২/৭৫)।