ক্রিকেট অস্ট্রেলিয়া

অধিনায়ক ওয়ার্নারকে ফেরাতে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে অস্ট্রেলিয়া

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:26 বৃহস্পতিবার, 23 জুন, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

বল টেম্পারিং কাণ্ডের জন্য অধিনায়কত্ব করা থেকে স্টিভ স্মিথকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে আজীবন নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড। তবে সেই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে যাচ্ছে সিএ।

২০১৮ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে কেপটাউনে বল টেম্পারিং করেছিলেন স্মিথ, ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফট। বল টেম্পারিং কাণ্ডের জন্য আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন স্মিথ-ওয়ার্নার। 

ক্রিকেটের সঙ্গে নেতৃত্ব থেকে নিষেধাজ্ঞা পেয়েছিলেন সেই সময়ের অধিনায়ক ও তার ডেপুটি। স্মিথকে মাত্র দুবছর নিষিদ্ধ করা হলেও ওয়ার্নারের নিষেধাজ্ঞা ছিল আজীবন। তবে বিগ ব্যাশের দলগুলোর আগ্রহের কারণে নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে যাচ্ছে সিএ।

এমন প্রতিবেদন প্রকাশ করেছে নিউজ কর্প অস্ট্রেলিয়া। ধারণা করা হচ্ছে, বিগ ব্যাশের এবারের আসর থেকেই অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে ওয়ার্নারকে। অস্ট্রেলিয়ার বাঁহাতি এই ওপেনারের নিষেধাজ্ঞা তুলে নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে খুব দ্রুতই মিটিংয়ে বসবে বলে জানিয়েছে নিউজ কর্প অস্ট্রেলিয়া।

নিষেধাজ্ঞা থেকে ফেরার পর অস্ট্রেলিয়ার জার্সিতে নিয়মিতই খেলছেন ওয়ার্নার। জাতীয় দলের হয়ে খেলার পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মতো টুর্নামেন্টেও খেলেছেন তিনি। এদিকে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়াকে শিরোপা জেতানোর পাশাপাশি জিতেছিলেন টুর্নামেন্ট সেরার পুরস্কারও।