ইংল্যান্ড

ইংল্যান্ডের বিশ্বকাপ দলে মরগানের জায়গা দেখছেন না বুচার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:30 বৃহস্পতিবার, 23 জুন, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না ইয়ন মরগানের। ব্যাট হাতে লম্বা সময় ধরে চেনা ছন্দে নেই ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক। ফর্ম, বয়স আর ফিটনেস সবদিক বিবেচনায় অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৩ সালে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে ইংল্যান্ড দলে মরগানের সুযোগ দেখছেন না মার্ক বুচার।

২০২১ সাল থেকে এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৮ ইনিংস ব্যাটিং করে মাত্র ১৮০ রান করেছেন ৩৫ বছর বয়সী মরগান। এর মধ্যে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ ৪০ রানের একটি ইনিংস খেলেছিলেন তিনি। দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

২০১৯ সালে ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো মরগানকে দল থেকে বাদ দেয়ার কোনও পরিকল্পনাই নেই ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি)। তবুও ইংল্যান্ডের বাকি ক্রিকেটারদের তুলনায় মরগানের পারফরম্যান্স পিছিয়ে থাকায় বারবারই সমালোচনায় আসছেন তিনি।

বুচার বলেন, 'সত্যি বলতে, আমি এটা (মরগানকে বিশ্বকাপে খেলতে দেখা) দেখতে পাচ্ছি না। কারণ লিয়াম লিভিংস্টোনকে দলে রাখা দরকার। এই স্কোয়াডের ব্যাটিং সামর্থ বলে দেয়, শুধুমাত্র অধিনায়ক হওয়ার জন্য এই দলে কারো জায়গা নেই, সে কতটা ভালো অধিনায়ক তা বিবেচ্য নয়।'

নেদারল্যান্ডসের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজেও নিজেকে হারিয়ে খুঁজেছেন মরগান। যদিও প্রথম দুই ওয়ানডে খেলার পরই চোটের কারণে সিরিজ থেকে ছিটকে যান ইংলিশ অধিনায়ক। অনেকেই মরগানের পারফরম্যান্সের সমালোচনা করলেও তিনি মনে করেন, এখনও দলকে বিশ্বকাপ জেতানোর মতো সামর্থ্য তার আছে।

কয়েক দিন আগেই মরগান বলেছিলেন, 'যখন থেকে আমি অধিনায়ক হয়েছি, তখন থেকেই আমি সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি। এই মুহূর্তে আমার মনে হয়, একটি বিশ্বকাপ জয়ে আমি এখনও অবদান রাখতে পারি। এটাই আমার জন্য গুরুত্বপূর্ণ।'