ভারতীয় ক্রিকেট

‘কোহলির অফ ফর্মের জন্য দায়ী শাস্ত্রী’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:30 বৃহস্পতিবার, 23 জুন, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ব্যাট হাতে ছন্দে নেই, লম্বা সময় ধরে বড় ইনিংসও খেলতে পারছেন না বিরাট কোহলি। ম্যাচ বাড়ার সঙ্গে হতাশা কিংবা দীর্ঘশ্বাস বাড়ছে ভারতের সাবেক অধিনায়কের। একটা সময় ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটানো কোহলির ব্যাটে যেন মরিচা জমে গেছে। সময় যত বাড়ছে রানখরা ততই দীর্ঘ হচ্ছে। সেঞ্চুরির খোঁজে ছুঁটতে থাকা কোহলির সঙ্গে জুড়ে বসেছে অফ ফর্ম।

গত বছর সেঞ্চুরি না পেলেও ব্যাট হাতে রান পাচ্ছিলেন কোহলি। তবে চলতি বছরে এসে রান করতেও যেন ভুলে গেছেন ভারতের সাবেক অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটের মতো আইপিএলেও রানখরায় ছিলেন তিনি। পুরো আইপিএলে দু-একটা ম্যাচ ছাড়া সেভাবে রান করতে পারেননি। কোহলির এমন অবস্থার জন্য ভারতের সাবেক প্রধান কোচ রবি শাস্ত্রীকে দায়ী করেছেন রশিদ লতিফ।

এ প্রসঙ্গে পাকিস্তানের সাবেক এই উইকেটকিপার ব্যাটার বলেন, ‘এটা (কোহলির অবস্থা) তার কারণেই। শাস্ত্রীকে কোচ বানানোর পেছনে বিরাট কোহলিসহ অনেকেরই ভূমিকা আছে বলে মনে করি আমি। তবে সেটা বুমেরাং হয়ে এসেছে। তা–ই নয় কি? শাস্ত্রী যদি কোচ না হতো, কোহলি এভাবে ফর্মহীন হতো না।’

২০১৬ সালে ভারতের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন অনিল কুম্বলে। তবে ভারতের গণমাধ্যমের দাবি, কোহলির সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির পর ভারতের দায়িত্ব ছাড়েন তিনি। এরপর আবারও ভারতের দায়িত্ব নেন শাস্ত্রী। যেখানে বড় প্রভাবক হিসেবে কাজ করেছিলেন কোহলি।

শাস্ত্রীর সময়ে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মাটিতে বেশ কিছু টেস্ট জিতেছে ভারত। সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে পূর্ণ শক্তির দল ছাড়াও সিরিজ জিতেছিল শাস্ত্রীর শিষ্যরা। তবুও কোচ শাস্ত্রীতে সন্তুষ্ট নন রশিদ। পাকিস্তানের সাবেক অধিনায়ক জানান, শাস্ত্রী একজন ধারাভাষ্যকার। সেই সঙ্গে শাস্ত্রীর কোচিং করার যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেন রশিদ।

তিনি বলেন, ‘আপনারা কুম্বলের মতো একজনকে পাশে সরিয়ে দিলেন এবং রবি শাস্ত্রীকে নিয়ে এলেন। জানি না, তার সেই যোগ্যতা ছিল কি না। তবে সে একজন ধারাভাষ্যকার। তার তো কোচিংয়ে আসারই কথা নয়!’