বাংলাদেশ- ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

ঘরোয়ার অভিজ্ঞতা কাজে লাগাতে চান বিজয়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:41 বৃহস্পতিবার, 23 জুন, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ইয়াসির আলী রাব্বির বিকল্প হিসেবে টেস্ট দলে যুক্ত হয়েছেন এনামুল হক বিজয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সেন্ট লুসিয়া টেস্টে জাতীয় দলের একাদশে ফেরার সম্ভাবনা আছে তার। সুযোগ পেলে ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞতা কাজে লাগিয়ে, নিজের শতভাগ নিঙরে দিতে চান বিজয়।

দীর্ঘ ৮ বছর পর আবারও টেস্ট খেলার দোরগোড়ায় আসলেন বিজয়। ২০১৩ সালে অভিষেক হওয়া এই ডানহাতি ব্যাটার এখন পর্যন্ত খেলেছেন মাত্র ৪ টেস্টে। হয়তো সেন্ট লুসিয়া টেস্টেই চূড়ান্ত একাদশে দেখা যাবে তাকে।

কেননা এক টানা অফ-ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন বাংলাদেশের টেস্ট বিশেষজ্ঞ ব্যাটার মুমিনুল হক এবং নাজমুল হোসেন শান্ত। এই দুজনের একজনকেও যদি একাদশ থেকে বাইরে রাখা হয়, তাহলে ম্যাচ খেলা অনেকটাই নিশ্চিত বিজয়ের। সেক্ষেত্রে মিডল অর্ডারেই তাকে দেখা যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

২০১৪ সালে শেষবার টেস্ট খেলার পর থেকে এখন পর্যন্ত ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটের কোনো মৌসুমে তার গড় ৩৭-এর নিচে নামেনি। এই সময়ে ১৪টি সেঞ্চুরি পেয়েছেন তিনি। পুরো ক্যারিয়ারে পেয়েছেন ২২ সেঞ্চুরি। সবমিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৫.৩২ গড়ে তার রান চার হাজার ৪৭৯।

এই অভিজ্ঞতা ক্যারিবিয়ানদের বিপক্ষে কাজে লাগাতে মুখিয়ে আছেন বিজয়, 'আমার জন্য এটা বড় অভিজ্ঞতা যে এতদিন ধরে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছি। প্রতিটি ক্রিকেটারের স্বপ্ন থাকে যে সে অভিজ্ঞ হবে এবং অভিজ্ঞতা কাজে লাগাবে। আমিও আশাবাদী যে অভিজ্ঞতা কাজে লাগবে এবং দেশের হয়ে অবদান রাখতে পারব।'

'এটাই আমার সাহস, এটাই শক্তি (প্রথম শ্রেণির পারফরম্যান্স)। আমি মনে করি যে এটা আমাকে বাড়তি সাহস জোগায়, মনের কোণে থাকে, নিজেকে একটা জায়গায় নিয়ে গেছি যে এই জিনিসগুলো দেখলে আমার বাড়তি প্রেরণা বলুন বা আত্মবিশ্বাস, আসে এটা। অবশ্যই এটা আমাকে সাহায্য করবে।'

২০১৪ সালে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই সর্বশেষ টেস্ট খেলেছিলেন বিজয়। ক্যারিবীয় দ্বীপেই এবার নিজের টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় অধ্যায় শুরুর পথে ডানহাতি এই ব্যাটার।

সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসরে অবিশ্বাস্য ফর্মে ছিলেন বিজয়। ১৫ ম্যাচে করেছিলেন এক হাজার ১৩৮ রান। এমন পারফরম্যান্সের পর তিনি ডাক পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ সফরের সীমিত ওভারের দলে। এবার রাব্বির পিঠের চোটে টেস্টেও ডাক পড়লো বিজয়ের।