Connect with us

ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজ

হেডিংলিতে নেই অ্যান্ডারসন, অভিষেক হচ্ছে ওভারটনের


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

হেডিংলিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে খেলা হচ্ছে না জেমস অ্যান্ডারসনের। তার পরিবর্তে ইংল্যান্ডের হয়ে অভিষেক হচ্ছে জেমি ওভারটনের। ম্যাচের একদিন আগেই নিজেদের একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড।

ট্রেন্ট ব্রিজে সিরিজের দ্বিতীয় টেস্ট জিতে ইতোমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে ইংলিশরা। সিরিজের শেষ টেস্টে অধিনায়ক বেন স্টোকসের খেলা নিয়েও অনিশ্চয়তা ছিল।

অসুস্থতার কারণে তিনি মঙ্গলবার ইংল্যান্ডের অনুশীলনেও যোগ দিতে পারেননি। অবশ্য বুধবার দলের সঙ্গে তিনি যোগ দিয়েছেন। সিরিজের শেষ ম্যাচে তিনি নেতৃত্ব দেয়ার জন্য তৈরি বলেও জানিয়েছেন স্টোকস।

এদিকে অ্যান্ডারসনের না খেলা প্রসঙ্গে অ্যান্ডারসন বলেন, 'দুর্ভাগ্যবশত আমরা জিমিকে যতটা চাই সে ততটা ফিট নয়। তাই আমরা জেমি ওভারটনকে এই সপ্তাহে অভিষেক করাচ্ছি।'

সিরিজের প্রথম দুই টেস্টে ইংল্যান্ডের সেরা বোলার অ্যান্ডারসন। তিনি দুই ম্যাচ মিলিয়ে ১১ উইকেট নিয়েছেন। জেমির অভিষেক হলেও এই ম্যাচে খেলা হচ্ছে না তার জমজ ভাই ক্রেইগ ওভারটনের।

এর ফলে প্রথমবারের মতো দুই জমজ ভাইয়ের একসঙ্গে খেলা দেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন দর্শকরা। সারের হয়ে এই মৌসুমে ২১ উইকেট নিয়ে অভিষেকের অপেক্ষায় আছেন জেমি।

ইংল্যান্ডের একাদশ-

জ্যাক ক্রলি, অ্যালেক্স লিস, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্ট্রো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস, জেমি ওভারটন, স্টুয়ার্ট ব্রড, ম্যাট পটস ও জ্যাক লিচ।

সর্বশেষ

২৭ জুন, সোমবার, ২০২২

অবসরে যাচ্ছেন মরগান, নেতৃত্ব পাচ্ছেন বাটলার!

২৭ জুন, সোমবার, ২০২২

শেষ মুহূর্তে ইংল্যান্ডের বিমান ধরছেন আগারওয়াল

২৭ জুন, সোমবার, ২০২২

মেয়ার্সকে পরিকল্পনা করে আউট করতে পারায় উচ্ছ্বসিত খালেদ

২৭ জুন, সোমবার, ২০২২

টেক্টর ঝড়কে ম্লান করে ভারতকে জেতালেন হুদা-ইশানরা

২৭ জুন, সোমবার, ২০২২

রুট-পোপের ব্যাটে কিউইদের হোয়াইটওয়াশের মিশনে ইংল্যান্ড

২৭ জুন, সোমবার, ২০২২

সারাজীবন তো হেরেই এসেছি, এবারের পারফরম্যান্স ভালো: পাপন

২৬ জুন, রবিবার, ২০২২

পিজেএল আয়োজনে নতুন চ্যালেঞ্জের সামনে পিসিবি

২৬ জুন, রবিবার, ২০২২

রমিজ পাকিস্তানের ক্রিকেটকে ধ্বংস করছেন, দাবি তানভীরের

২৭ জুন, সোমবার, ২০২২

হতাশার ব্যাটিংয়ে ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ

২৬ জুন, রবিবার, ২০২২

চোট কাটিয়ে গল টেস্টে ফিরছেন স্মিথ

আর্কাইভ

বিজ্ঞাপন