ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজ

হেডিংলিতে নেই অ্যান্ডারসন, অভিষেক হচ্ছে ওভারটনের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:23 বুধবার, 22 জুন, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

হেডিংলিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে খেলা হচ্ছে না জেমস অ্যান্ডারসনের। তার পরিবর্তে ইংল্যান্ডের হয়ে অভিষেক হচ্ছে জেমি ওভারটনের। ম্যাচের একদিন আগেই নিজেদের একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড।

ট্রেন্ট ব্রিজে সিরিজের দ্বিতীয় টেস্ট জিতে ইতোমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে ইংলিশরা। সিরিজের শেষ টেস্টে অধিনায়ক বেন স্টোকসের খেলা নিয়েও অনিশ্চয়তা ছিল।

অসুস্থতার কারণে তিনি মঙ্গলবার ইংল্যান্ডের অনুশীলনেও যোগ দিতে পারেননি। অবশ্য বুধবার দলের সঙ্গে তিনি যোগ দিয়েছেন। সিরিজের শেষ ম্যাচে তিনি নেতৃত্ব দেয়ার জন্য তৈরি বলেও জানিয়েছেন স্টোকস।

এদিকে অ্যান্ডারসনের না খেলা প্রসঙ্গে অ্যান্ডারসন বলেন, 'দুর্ভাগ্যবশত আমরা জিমিকে যতটা চাই সে ততটা ফিট নয়। তাই আমরা জেমি ওভারটনকে এই সপ্তাহে অভিষেক করাচ্ছি।'

সিরিজের প্রথম দুই টেস্টে ইংল্যান্ডের সেরা বোলার অ্যান্ডারসন। তিনি দুই ম্যাচ মিলিয়ে ১১ উইকেট নিয়েছেন। জেমির অভিষেক হলেও এই ম্যাচে খেলা হচ্ছে না তার জমজ ভাই ক্রেইগ ওভারটনের।

এর ফলে প্রথমবারের মতো দুই জমজ ভাইয়ের একসঙ্গে খেলা দেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন দর্শকরা। সারের হয়ে এই মৌসুমে ২১ উইকেট নিয়ে অভিষেকের অপেক্ষায় আছেন জেমি।

ইংল্যান্ডের একাদশ-

জ্যাক ক্রলি, অ্যালেক্স লিস, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্ট্রো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস, জেমি ওভারটন, স্টুয়ার্ট ব্রড, ম্যাট পটস ও জ্যাক লিচ।