অস্ট্রেলিয়া

হারের দায় ব্যাটারদের দিলেন ফিঞ্চ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:48 বুধবার, 22 জুন, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

শ্রীলঙ্কার দেয়া মাঝারি মানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে পুরোটা সময়ই ম্যাচে ছিল অস্ট্রেলিয়া। কিন্তু শেষ পর্যন্ত ৬ বলে ১৯ রানের সমীকরণ মেলাতে পারেনি অজিরা। এই ম্যাচে হারে ব্যাটারদের দায় দেখছেন অ্যারন ফিঞ্চ।

ম্যাচ জেতার সঙ্গে সিরিজে টিকে থাকার লড়াই অস্ট্রেলিয়ার। এমন সমীকরণের ম্যাচে শেষ ওভারে অজিদের প্রয়োজন ছিল ১৯ রান। অধিনায়কের হাতে কোনো অপশন না থাকায় প্রথম ওভারে ১৩ রান দেয়ার পরও শেষ ওভারে বল হাতে তুলে নেন দাসুন শানাকা। প্রথম বলটা অবশ্য দুর্দান্তই করেছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক। আউট সাইড অফ স্টাম্পের বল ব্যাটেই লাগাতে পারেননি ম্যাথু কুনেম্যান। তবে দ্বিতীয় বলে শানাকার ফুলটস বলে পয়েন্ট দিয়ে বাউন্ডারি ছাড়া করেন বাঁহাতি এই ব্যাটার। 

পরের তিন বলে দুই চার ও এক ডাবলে নিয়েছেন আরও ১০ রান। তাতে শেষ বলে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ৫ রান। এমন সমীকরণে শানাকার স্লোয়ার ডেলিভারিতে ভড়কে যান কুনেম্যান। ডানহাতি এই পেসারের স্লোয়ার ডেলিভারিতে কভার দিয়ে তুলে মারতে গিয়ে চারিথ আসালঙ্কার হাতে ক্যাচ তুলে নেন ১২ বলে ১৫  রান করা এই ব্যাটার। তাতে ৪ রানের জয়ে ম্যাচের সঙ্গে সিরিজও জিতে নেয় শ্রীলঙ্কা।

ফিঞ্চ বলেন, 'এটা খুবই মামুলি লক্ষ্য ছিল। আমরা খুব কাছাকাছি চলে গিয়েছিলাম। আমি মনে করি, বেশ কয়েকবার আমরা রান রেটের দিক থেকে ম্যাচটি নিয়ন্ত্রণে রেখেছিলাম, কখনোই নিয়ন্ত্রণের বাইরে যায়নি। আমরা ভুল সময়ে উইকেট হারিয়ে সেই সু্যোগ নষ্ট করেছি।'

সিরিজের প্রথম ম্যাচ জিতে ভালোভাবেই শুরু করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু এরপর টানা তিন ম্যাচ হেরেছে তারা। আর তাতে এক ম্যাচ বাকি থাকতেই পাঁচ ম্যাচ সিরিজে হার নিশ্চিত হয়ে গেছে অজিদের। পুরো সিরিজ জুড়ে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারিয়ে বিপাকে পড়েছে অজিরা। ফিঞ্চ মনে করেন, ভালো কিছু করতে এই সমস্যা থেকে বের হয়ে আসতে হবে।

অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেন, 'সিরিজটি আগের কয়েকটি ম্যাচের মতোই হয়েছে। যে সময় আমাদের একটি বড় জুটি প্রয়োজন ছিল তখনই আমরা উইকেট হারিয়েছি। আমরা জানি যে, ভালো স্পিনের বিপক্ষে এই কন্ডিশনে শুরু করা কতটা কঠিন। আমাদের দেয়া ছোট ছোট সুযোগগুলো তারা খুব ভালোভাবে কাজে লাগিয়েছে।'