বাংলাদেশ ক্রিকেট

টেস্ট নিয়ে উদাসীনতাকে দায় দিচ্ছেন দুর্জয়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:39 মঙ্গলবার, 21 জুন, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

টেস্ট ক্রিকেটে দুই দশক পেরিয়ে গেলেও এখনও সাদা পোশাকের ক্রিকেটে পরিণত দল হয়ে উঠতে পারেনি বাংলাদেশ। বেশ কিছু সিরিজে সাময়িক সাফল্য পেলেও আদৌ দল হিসেবে কখনই পরিপক্ক হতে পারেননি টাইগারারা। বারবার ব্যর্থতার পর পরের সিরিজে ভালো করার আশার বাণী শোনালেও বদলায়নি চিত্রপট। সাদা পোশাকের ক্রিকেট নিয়ে এদেশের দর্শক ও সংগঠকদের মাঝেও আাগ্রহ নেই তেমনটা। এমন অনাগ্রহকে টেস্টের উন্নতির পথের বাধার একটি কারণ হিসেবে দেখছেন নাইমুর রহমান দুর্জয়। 

এদিকে দর্শক ও সংগঠকদের পাশাপাশি দেশের ঘরোয়া ক্রিকেটের সংস্কৃতিকে দায় দিচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের চেয়ারম্যান। টেস্টের উন্নতি করতে দেশের প্রথম শ্রেণির ঘরোয়া ক্রিকেটে যত্নবান হতে বলছেন তিনি। 

মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় দুর্জয় বলেন, ‘টেস্টের দিকে আমরা আসলে কতটা…? জাতিগত হিসেবে আমরা আসলে শর্টার ভার্সনে বেশি আগ্রহী সবাই। দর্শক বলেন, ক্লাব অফিশিয়াল বলেন বা সংগঠক বলেন। সবার আসলে টেস্টের দিকে (মনযোগ দেওয়া উচিৎ)।’

‘কারণ ক্রিকেটের মূল জায়গা হচ্ছে টেস্ট। আমরা টেস্ট স্ট্যাটাস পেয়েছি, টেস্ট খেলছি অনেকদিন হয়ে যাচ্ছে। টেস্টের সংস্কৃতি, ঘরোয়া প্রথম শ্রেণি এসবে আমাদের আরও যত্নবান হতে হবে। তাছাড়া টেস্টে ভালো খেলার আসলে অন্য কোনো উপায় আসলে নেই।’

২২ বছরে টেস্ট খেলে মাত্র ১৬টিতে জয় পেয়েছে বাংলাদেশ। শুরুর দিকে সুযোগ সুবিধার কমতি থাকলেও সেটা বর্তমানে বেশ খানিকটা বেড়েছে। ক্রিকেটারদের সুযোগ সুুযোগ ‍সুবিধা বাড়ার সঙ্গে ক্রিকেটারদের মানও বেড়েছে বলে মনে করেন দুর্জয়। তবুও সাফল্য না পাওয়ায় রহস্যজনক মনে করছেন তিনি।

দুর্জয় বলেন, ‘সেটাতো কিছুটা দুর্ভাগ্যজনকই এখনো (এসব কথা) বলতে হয়। আমি বললাম যে আমরা যখন শুরু করেছি তখন আমাদের যে অভিজ্ঞতা ছিল, আমাদের যে সুযোগ সুবিধা ছিল সবকিছুই তার থেকে অনেক ভালো। এবং প্লেয়াররাও অনেক ভালো আমাদের থেকে। তারপরও কেন রেজাল্ট হচ্ছে না এটা রহস্যজনক ব্যাপার।’