ভারত- দক্ষিণ আফ্রিকা সিরিজ

বাভুমা ধীরগতির ব্যাটিং কাটিয়ে উঠবে: বাউচার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:31 মঙ্গলবার, 21 জুন, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে মন্থর স্ট্রাইক রেটে খেলেছেন টেম্বা বাভুমা। সিরিজ শেষে কোচ মার্ক বাউচারের প্রত্যাশা, দ্রুতই স্ট্রাইক রেট সমস্যা কাটিয়ে উঠবেন বাভুমা।

ভারত সিরিজে বাভুমার স্ট্রাইক রেট ছিল ১০৩.৩৮। টি-টোয়েন্টি ক্রিকেটে এমন স্ট্রাইক রেট নিয়ে সমালোচনায় ছিলেন তিনি। এ ছাড়া পুরো সিরিজে ভারতের পেসার ভুবনেশ্বর কুমারের বলে ভুগেছেন এই টপ অর্ডার ব্যাটার।

বাভুমাকে চার ইনিংস মিলিয়ে একবার আউট করেন ভুবনেশ্বর। তবে তার বোলিংয়ের সামনে তেমন সুবিধা করতে পারেননি বাভুমা। বোলিং মেশিনের মাধ্যমে অনুশীলন করে এই সমস্যা থেকে বের হওয়ারও চেষ্টা করেন বাভুমা।

বাউচার বলেন, 'কোচ হিসেবে আমরা জিগ্যেস করব, 'কেন সে ব্যাটিংয়ে ভুগেছে।' আমার কাছে মনে হয় সে একজনের বিপক্ষেই বেশি ভুগেছে, ভুবনেশ্বর কুমার। বেশিরভাগ ব্যাটারই তার বিপক্ষে ভুগেছে। যেখানে ডিউ ফ্যাক্টর আছে, সেখানে কুমার দারুণ বোলার। অন্যান্য বোলারদের বিপক্ষে তার স্ট্রাইক রেট বেশ ভালো ছিল।'

'সে (বাভুমা) কিন্তু অনেক বেশি ক্রিকেট খেলেনি (সম্প্রতি)। সে চ্যালেঞ্জ নিতে ভালোবাসে। টেস্ট ম্যাচে আমরা তাকে চ্যালেঞ্জ করেছি। দেখেছি, সে কীভাবে ফিরে এসেছে। সে বোলিং মেশিনে অনুশীলন করছে। সে ফিরে আসবে, সন্দেহ নেই।'

এই সিরিজের প্রথম দুই ম্যাচ দক্ষিণ আফ্রিকা জিতলেও পরের দুই ম্যাচ জিতে সমতায় ফিরে ভারত। শেষ ম্যাচ বৃষ্টির কারণে পণ্ড হয়।