ভারতীয় ক্রিকেট

আইপিএলে পারফর্ম করেও দলে ডাক না পেয়ে হতাশ ঋদ্ধিমান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:00 সোমবার, 20 জুন, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সর্বশেষ আসরে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছেন ঋদ্ধিমান সাহা। ১১ ম্যাচে ৩১৭ রান করেছেন তিনি গুজরাট টাইটান্সের হয়ে। এমন পারফরম্যান্সের পরও ভারতীয় দলে জায়গা হয়নি এই উইকেটরক্ষক ব্যাটারের। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারুণ্য নির্ভর দল নিয়ে খেলছে ভারত। বিশ্রামে আছেন বিরাট কোহলি, রোহিত শর্মা ও জসপ্রিত বুমরাহ। এই সিরিজের দলে জায়গা দেয়া হয়েছে আইপিএলে দারুণ খেলা বেশ কয়েকজন ক্রিকেটারকে। তবে জায়গা হয়নি ঋদ্ধিমানের।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ঋদ্ধিমান নিজেই জানিয়েছেন, তাকে জাতীয় দলে দেখার আশায় না থাকতে। কারণ কোচ ও নির্বাচকরা আগেই জানিয়ে দিয়েছেন, ভারতীয় দলের পরিকল্পনায় নেই তিন। আক্ষেপ করে জানিয়েছেন নির্বাচকরা চাইলে আইপিএলের পারফরম্যান্স বিবেচনা করে তাকে দলে নিতে পারতেন।

এ প্রসঙ্গে ঋদ্ধিমান বলেন, 'এখন ভাববেন না যে আমি ভারতের হয়ে নির্বাচিত হব। কোচ এবং প্রধান নির্বাচকরা আমাকে আগেই জানিয়েছিলেন (তাদের দলে নেই)। তাদেরা যদি আমাকে নিতে চাইত, আমি আমার আইপিএল পারফরম্যান্সের ভিত্তিতে ইংল্যান্ড সফরে অংশ হতে পারতাম। এটি একটি পরিষ্কার সিদ্ধান্ত (তাদের পক্ষ থেকে), তবে আমি শুধুমাত্র ক্রিকেট খেলা নিয়ে উদ্বিগ্ন। আমার ভালো লাগছে, আমি ক্রিকেট খেলতে থাকব।’

এদিকে বেশ কিছুদিন ধরেই ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সঙ্গে বিরোধ চলছে ঋদ্ধিমানের। শেষ পর্যন্ত তিনি রাজ্য দল বাংলার হয়ে আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। এরই মধ্যে ঘরোয়া ক্রিকেটে খেলার জন্য নতুন দলে নাম লেখাতে চলেছেন অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।

বিস্তারিজ জানিয়ে ঋদ্ধিমান বলেছেন, ‘আইপিএলের আগে একটা ঘটনা ঘটেছিল। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আর কখনও বাংলার হয়ে খেলব না। এতদিন খেলার পর সিএবির কেউ আমাকে নিয়ে এমন মন্তব্য করবে সেটা আমাকে ব্যক্তিগতভাবে কষ্ট দিয়েছে। তাই আমি অন্য কয়েকটি রাজ্যের হয়ে খেলার পরিকল্পনা করেছি। আমি তাদের অনেকের সঙ্গে কথা বলেছি কিন্তু এখনও পর্যন্ত কিছুই চূড়ান্ত হয়নি।’