বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

ডিউক বলের গল্প শুনেছি, ছুঁয়ে দেখিনি: শরিফুল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:25 সোমবার, 20 জুন, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

গত বছরই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে শরিফুল ইসলামের। এরপর থেকে বাংলাদেশের তিন ফরম্যাটের দলেই নিয়মিত সদস্য হয়ে উঠেছেন তিনি। যদিও এখনও তার ডিউক বলে খেলার অভিজ্ঞতা হয়নি।

ইংল্যান্ড ছাড়া কেবল ওয়েস্ট ইন্ডিজেই ডিউক বলে খেলা হয়। এই পেসার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে ডাক পেয়েছেন। সব কিছু ঠিক থাকলে দ্বিতীয় টেস্ট দিয়েই ডিউক বলের অভিষেক হয়ে যাবে শরিফুলের।

দলে ডাক পেয়ে শরিফুল জানিয়েছেন, ডিউক বলে গল্প শুনলেও এখনও এই বল হাতে নেয়ার সুযোগ হয়নি তার। ডিউক বলে বল করতে মুখিয়ে আছেন এই পেসার।

সোমবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শরিফুল বলেছেন, 'গল্প তো শুনেছি। এখনও ধরিনি। ধরলে বুঝতে পারব। অবশ্যই আমি এক্সাইটেড।'

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে দারুণ পারফর্ম করেছেন বাংলাদেশের পেসাররা। বিশেষ করে এবাদত হোসেন ও খালেদ আহমেদ ক্যারিবীয় ব্যাটারদের পরীক্ষা নিয়েছেন। শরিফুলও ওয়েস্ট ইন্ডিজে পারফর্ম করতে আশাবাদী।

তিনি বলেন, 'অবশ্যই আমাদের পেসার সেখানে সবসময় ভালো করে। হেল্প থাকে সেখানে, পুরাতন বলেও, নতুন বলেও। চেষ্টা করব যে হেল্প থাকে সেটা নেয়ার।'