বাংলাদেশ- ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

এই বছর টেস্টে হারতে চাই না: সিমন্স

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:41 সোমবার, 20 জুন, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

অ্যান্টিগা টেস্টে বাংলাদেশকে সাত উইকেটে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপের অষ্টম ম্যাচে তৃতীয় জয় তুলে নিলো ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ের পর দলটির হেড কোচ ফিল সিমন্স জানালেন, এই বছর আর হারতেই চায় না ওয়েস্ট ইন্ডিজ।

মাসখানেক আগে ইংল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে সিরিজ জেতে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম দুটি টেস্ট ড্র হলেও তৃতীয়টিতে দশ উইকেটে জেতে তারা। এরপর বাংলাদেশকেও সিরিজের প্রথম টেস্টে হারায় তারা।

সবমিলিয়ে শেষ চার টেস্টে হারের মুখ দেখতে হয়নি ক্যারিবিয়ানদের। হেড কোচ সিমন্সের প্রত্যাশা, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রের বাকি ম্যাচগুলোতেও হারবে না তার দল।

অ্যান্টিগা টেস্ট শেষে সিমন্স বলেন, ‘আমরা ২০২১ সালও শুরু করেছিলাম একইভাবে। বাংলাদেশে দুটি জিতেছিলাম, শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ড্র। এখান থেকে আমরা কীভাবে সামনে এগোবো, সেটাই আসল। আমি চাই এই বছর পাঁচ টেস্টের সবগুলোতে অপরাজিত থাকতে।’

‘এটা আমার জন্য ভালো হবে। ছেলেরা যা করছে, তা থেকে আত্মবিশ্বাস পাচ্ছে। যত বেশি আত্মবিশ্বাস পাবেন, ততই আপনার কাজ ও ভূমিকা সহজ হবে। এটার শুরু খুব আগে নয়, বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর থেকে।’

গত দেড় বছর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের অসাধারণ সব পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ক্রেইগ ব্র্যাথওয়েটের। আর তাই আলাদাভাবে দলের অধিনায়কের প্রশংসা করলেন সিমন্স।

সিমন্স আরও বলেন, ‘প্রত্যেকে তার (ব্র্যাথওয়েটের) দৃঢ়তা দেখেছে। পাঁচ দিন ধরে নিজের কাজ করতে তার সমস্যা হচ্ছে না একটুও। সে জোরে কোনো কথা না বললেও খেলোয়াড়রা জানে সে কী চায়। একেবারে অন্যভাবে সেটা সে তাদের বুঝিয়ে দেয়। এই ভূমিকায় সে বিকশিত হচ্ছে।’