ভারতীয় ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনায় শামি নেই: নেহরা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:32 রবিবার, 19 জুন, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পরিকল্পনায় নেই মোহাম্মদ শামি, এমনটা মনে করছেন দেশটির সাবেক পেসার আশিস নেহরা। তবে টি-টোয়েন্টির পরিকল্পনায় না থাকলেও ভারতে অনুষ্ঠেয় ২০২৩ বিশ্বকাপে পরিকল্পনায় ঠিকই থাকবেন শামি, এমনটাই বিশ্বাস নেহরার।

২০২১ সালে নামিবিয়ার বিপক্ষে শেষবার টি-টোয়েন্টিতে দেখা গিয়েছিল শামিকে। এরপর সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে আর খেলেননি তিনি। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে শামিকে বিবেচনা না করার কারণ হিসেবে আপাতত এটাই মেনে নিচ্ছেন নেহরা।

তবে শামিকে ভারত বিশ্বকাপে অবশ্যই খেলাবে ম্যানেজমেন্ট, এমনটাই জোরালো বিশ্বাস নেহরার। কেননা জাতীয় দলের হয়ে নিয়মিতই ওয়ানডেতে সুযোগ পাচ্ছেন শামি।

নেহরা বলেন, 'মনে হচ্ছে সে (শামি) টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় নেই। তবে আমরা তার সক্ষমতা সম্পর্কে জানি। সে যদি এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে না-ও খেলে, তবুও ২০২৩ বিশ্বকাপে ভারত তাকে দলে রাখবে। এই বছর আমাদের ওয়ানডে ম্যাচ বেশি নেই।'

'আইপিএলের পর শামি বিরতিতে আছে। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচের পর ভারত তাকে ৫০ ওভারের খেলায়ও রাখতে পারে। ইংল্যান্ডের মতো সেরা একটি দলের সঙ্গে তিনটি ওয়ানডে খেলে আপনি তাদের অবশ্যই হারাতে চাইবেন। এজন্য আপনার সেরা বোলার থাকতে হবে। এই তালিকায় শামি অবশ্যই থাকবে।'

শামি ছাড়াও সমৃদ্ধ ভারতের পেস বোলিং লাইনআপ। শামি সুযোগ না পেলেও, যোগ্য পেসারদের নিয়েই অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে ভারত- এমনটাই বিশ্বাস ভারতের সাবেক এই পেসারের।