ইংল্যান্ড ক্রিকেট

কুক-গুচ-গাওয়ারদের ছাড়িয়ে শীর্ষে রুট, দাবি নাসেরের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:15 শনিবার, 18 জুন, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

বছর দুয়েক ধরেই ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন জো রুট। লর্ডসে ম্যাচ জেতানো সেঞ্চুরির সঙ্গে ছুঁয়েছিলেন ১০ হাজার টেস্ট রানের মাইলফলকও। এমন অর্জনের পর সেদিন স্যার অ্যালিস্টার কুক জানিয়েছেন, তার রেকর্ড ছাড়িয়ে যাবেন রুট। তবে সেটা করতে দুই হাজারের বেশি রান করতে হবে ইংল্যান্ডের সাবেক অধিনায়ককে। সাম্প্রতিক ফর্ম কিংবা পরিসংখ্যান অনুযায়ী সহসায় কুককে ছাড়িয়ে যাবেন রুট। হয়ে উঠবেন ইংল্যান্ডের জার্সিতে সবচেয়ে বেশি টেস্ট রান করা ব্যাটার। সেই রেকর্ড খানিক দূরে থাকলেও এখনই রুটকে, কুকের ওপরে রাখছেন নাসের হুসেন। এমনকি গ্রাহাম গুচ ও ডেভিড গাওয়ারদের ওপরের তালিকায় রুটকে রাখছেন ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক।

পরিসংখ্যানে সাদা পোশাকের ক্রিকেটে ইংল্যান্ডের অন্যতম ইতিহাসের সেরা ব্যাটার কুক। একটা সময় ভাবা হয়েছিল শচিন টেন্ডুলকারের সর্বোচ্চ টেস্ট রানকে ছাড়িয়ে যাবেন সাবেক এই ইংলিশ ব্যাটার। তবে মাত্র ৩৩ বছর বয়সেই হুট করে অবসর নিয়েছিলেন তিনি। ১২ বছরের টেস্ট ক্যারিয়ারে ১৬১ টেস্ট খেলে করেছিলেন ১২ হাজার ৪৭২ রান। 

ইংল্যান্ডের হয়ে ১০ হাজার টেস্ট রান করা প্রথম ব্যাটারও তিনি। তবে নাসেরের ইংলিশ ব্যাটারদের তালিকায় তিনে রয়েছেন কুক। বলা হয়ে থাকে নিজের সময়ের থেকে অনেকটা এগিয়ে ছিলেন গুচ। ইংল্যান্ডের জার্সিতে ১১৮ টেস্টে ডানহাতি এই ব্যাটার করেছিলেন ৮ হাজার ৯০০ রান। ৪৬ হাফ সেঞ্চুরির সঙ্গে করেছিলেন ২০টি সেঞ্চুরি। সেই সময়ের অন্যতম সেরা এই ব্যাটারকে নাসের ‍রেখেছেন দুইয়ে। 

গাওয়ারের ভিন্ন স্টাইলের ব্যাটিংয়ের সঙ্গে দুর্দান্ত স্ট্রোকে বিমোহিত হতে সমর্থকরা। বলা হয়ে থাকে তার ক্রিকেটীয় চরিত্র অতুলনীয়। যাকে নিজের আইডল হিসেবে মানতে নাসের। ইংলিশদের হয়ে ১১৭ টেস্টে ৮ হাজার ২৩১ রান করা গাওয়ারকে তালিকার চারে রেখেছেন নাসের। দুর্দান্ত ব্যাটিং করলেও বরাবরই প্রশংসা কুড়িয়েছেন কেভিন পিটারসেন। নাসেরের কণ্টেও ঝড়েছেন প্রশংসা। তবে ডানহাতি এই ব্যাটারকে রেখেছেন পাঁচে।

এদিকে সম্প্রতি ব্যাট হাতে সময়টা দারুণ কাটছে রুটের। লর্ডসে সেঞ্চুরি করে দলকে জিতিয়েছিলেন ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক। নটিংহ্যামেও খেলেছিলেন ১৭৬ রানের দুর্দান্ত ইনিংস। দারুণ ছন্দে থাকা রুটকে তাই নাসের রেখেছেন তার তালিকার শীর্ষে। সেই সঙ্গে নাসের জানিয়েছেন, দ্রুতই কুককে ছাড়িয়ে ইংল্যান্ডের সবচেয়ে বেশি টেস্ট রানের মালিক হবেন রুট। 

এ প্রসঙ্গে ডেইলি মেইলকে নাসের বলেন, ‘আমি দেখেছি এবং তাদের মাঝে থেকে নির্বাচন করেছি। হ্যাঁ, জো রুট এখন শীর্ষে চলে গেছে। গত ১৮ মাসে কঠিন পরিস্থিতির মাঝেও সে তার খেলাকে ভিন্ন পর্যায়ে নিয়ে গেছে। জো (রুট) এখন দুর্দান্ত ছন্দে রয়েছে এবং সবকিছু নিয়ন্ত্রণ করে সবসময় রান করে দেখায়। সে এখন নিয়মিতই হাফ সেঞ্চুরিকে সেঞ্চুরিতে রূপান্তর করছে। সে স্যার অ্যালিস্টার কুকের রেকর্ড ভাঙবে এবং আরও কত জনের কে জানে।’