ইংল্যান্ড - নিউজিল্যান্ড সিরিজ

ম্যাককালামের কথায় বদলে গিয়েছিল ইংল্যান্ড, জানালেন ব্রড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:41 বৃহস্পতিবার, 16 জুন, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ব্যাটিং, কিপিং, ফিল্ডিং কিংবা নেতৃত্বে, ক্যারিয়ারের পুরোটা সময় জুড়ে আক্রমণাত্বক দর্শনে বিশ্বাসী ছিলেন ব্রেন্ডন ম্যাককলাম। খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে মনোনিবেশ করলেও বদলায়নি ম্যাককলামের দর্শন। যার সর্বশেষ নিদর্শন মিলেছে ট্রেন্ট ব্রিজ টেস্টে। শেষ দিনে ২৯৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিং করা ইংল্যান্ডের শেষ সেশনে প্রয়োজন ছিল ১৬০ রান। হাতে ছিল ৫ উইকেট। উইকেটে বেন স্টোকস ও জনি বেয়ারস্টো থাকলেও ড্রেসিং রুমে স্বীকৃত ব্যাটার হিসেবে ছিলেন শুধু বেন ফোকস।

তাতে অনুমেয়ভাবেই ড্রয়ের পথে হাঁটার কথা ছিল ইংল্যান্ডের। দ্বিতীয় সেশনে ধীরগতিতে ব্যাটিং করলেও চা বিরতি থেকে ফেরার পর আক্রমণাত্বক ব্যাটিং শুরু করেন বেয়ারস্টো ও স্টোকস। বিশেষ করে কিউই বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়েছিলেন বেয়ারস্টো। ইংলিশরা ২৯৯ রান তাড়া করে মাত্র ৫০ ওভারে। চা বিরতি থেকে ফেরার পর হঠাৎ কেন বদলে ইংল্যান্ড, উত্তর দিয়েছেন স্টুয়ার্ট ব্রড। ডানহাতি এই পেসার জানিয়েছেন, ম্যাককালামের কথাতেই সেদিন বদলে গিয়েছিল ইংলিশরা।

নটিংহামে শেষ দিনে ইংল্যান্ড রেকর্ড জয় এনে দেয়ার দিনে মাত্র ৭৭ বলে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন বেয়ারস্টো। যা ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। তাকে দারুণভাবে সঙ্গ দেয়া স্টোকসও অপরাজিত ছিলেন ৭৫ রানে। মূূলত প্রথম ৯ ওভারে ১০২ রান তোলাতেই ম্যাচে ফিরে ইংল্যান্ড আর শেষ পর্যন্ত দুর্দান্ত জয় তুলে নেয়। যদিও সেটা খানিকটা ঝুঁকিপূর্ণ ছিল। তবে ম্যাককালামের অভয়ে সাহস পেয়েছিল ইংলিশরা।

ম্যাককালামকে প্রশংসায় ভাসিয়ে ব্রড বলেন, 'বাজের (ম্যাককালাম) দলীয় কথা সবসময় এমনই 'বিপদকে আক্রমণ করো, বিপদে ঝাঁপিয়ে পড়ো' এবং আপনার মন সবসময় জয়ের জন্য কাজ করবে। যেই আসুক না কেন,সবার মধ্যে পূর্ণ আত্মবিশ্বাস থাকে যে আপনারা ম্যাচ জিততে পারবেন।’

‘এমনটা আগে কখনো ঘটেনি যে এক ম্যাচ হেরে গেলে আমরা ইতিবাচক ভাবনা বন্ধ করে দেবো। সবসময় আমরা জয়ের জন্য খেলতাম। যদি তা কাজে না দেয়, কখনো দুশ্চিন্তা করি না কিন্তু আমরা জয়ের জন্যই এগোই।'

শুধু আক্রমণাত্বক মানসিকতাই নয়, ম্যাককালামের ক্রিকেটীয় মস্তিষ্কের প্রশংসাও করেছেন ব্রড। ইংল্যান্ডের ডানহাতি এই পেসার মনে করেন, দলের যেকোনো মুহূর্তে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়কের ভাবনা কাজে দেয়। সেই সঙ্গে ম্যাককালামের হাল ছেড়ে না দেয়ার মানসিকতার প্রশংসাও করেছেন ব্রড।

তিনি বলেন, ‘সে এমন একজন লোক যার ক্রিকেট মস্তিষ্ক সবসময় কাজ করে। তিনি সবসময় চিন্তা করেন কীভাবে আমরা খেলা বদলে দিতে পারি। তার মানে এই না যে তিনি প্রত্যেক মিনিটে বলেন, 'এটা কি, ওটা কি।' আমার মনে হয়, তার এমন এক ধরনের শক্তি আছে যিনি হাল ছেড়ে দেন না।’