ওয়েস্ট ইন্ডিজ - বাংলাদেশ সিরিজ

বিনামূল্যে খেলা দেখাতে আইসিসির দ্বারস্থ বিসিবি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:35 বৃহস্পতিবার, 16 জুন, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

টোটাল স্পোর্টস ম্যানেজমেন্ট (টিএসএম) সত্ব কিনে নিলেও এখন পর্যন্ত কোনো টিভি চ্যানেলের কাছে তারা তা বিক্রি করতে পারেননি। যে কারণে ঘণ্টাখানেক পর টেস্ট সিরিজ শুরু হলেও ঘরে বসে টিভিতে খেলা দেখার সুযোগ পাচ্ছেন না বাংলাদেশের সমর্থকরা। তবে আইসিসি টিভিতে খেলা দেখতে পারবেন দর্শকরা।

যদিও আইসিসি টিভিতে খেলা দেখতে ২ ডলার খরচ করতে হবে ক্রীড়াপ্রেমীদের। তবে বাংলাদেশের সমর্থকদের কথা ভেবে বিনামূল্যে খেলা দেখানোর জন্য আইসিসির সঙ্গে আলোচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি।

মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজামউদ্দিন বলেন, ‘আপনারা ইতোমধ্যে জেনেছেন যে আইসিসি টিভি একটা প্ল্যাটফর্ম আছে সেখানে ম্যাচ দেখা যাবে। এ রকম একটা ব্যবস্থা আছে, টিএসএম যারা রাইটস হোল্ডার.. আমরা যতটুকু শুনেছি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের মাধ্যমে আইসিসি টিভিতে দেখানোর ব্যবস্থা করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে এটা দেখা যাবে।’

‘মূলত, এই অ্যাপসটায় পেমেন্টের মাধ্যমে দেখতে হয়। আমরা চেষ্টা করছি যাতে সাধারণ দর্শক তারা তাদের ডিভাইসে দেখতে পারেন বিনামূল্যে। সে ব্যাপারে আমাদের কথা হয়েছে আইসিসির সঙ্গে। সংশ্লিষ্ট যারা রাইটস হোল্ডার। তাদের সঙ্গেও কথা হয়েছে, তারাও বিষয়টি নিয়ে ইতিবাচক। এখন পর্যন্ত যে অপশন আছে সেটা হচ্ছে আইসিসি টিভির মাধ্যমে দেখা। এর বাইরে এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি।’

শুধু আইসিসি টিভিতে নয় নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমেও বিনামূল্যে খেলা দেখানোর চেষ্টা করছে। তবে সময় খানিকটা সময় হওয়ায় বেগ পোহাতে হচ্ছে বিসিবিকে। তবে অল্প সময়ের মাঝেও জটিলতা কাটিয়ে নিজেদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে খেলা দেখাতে চেষ্টা করছে বিসিবি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এই টেকনিক্যাল সাইডগুলোও দেখছি। আসলে যখন জানতে পেরেছি টিভির সঙ্গে রাইটস হোল্ডারের বিষয়টা ক্লিয়ার হচ্ছে না, দেখার বিষয়ে জটিলতা হয়েছে। এই বিষয়গুলো আমাদের যারা টেকনিক্যাল টিম আছে তাদের সঙ্গে কথা বলেছি। তারাও চেষ্টা করেছে, কিন্তু সময়টা অত্যন্ত কম। এত কম সময়ের মাঝেও পুরো বিষয়টাকে আয়োজন করে আমাদের যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মে দেয়াটার ব্যাপারেও আমাদের ডিজিটাল টিম কাজ করছে। দেখি এটা কতটা এগোনো যায়।’