বাংলাদেশ- ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

শেষ মুহূর্তে ক্যারিবীয় শিবিরে যুক্ত হলেন কেমার রোচ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:20 বৃহস্পতিবার, 16 জুন, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে ঘোষিত ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের স্কোয়াডে ছিলেন না কেমার রোচ। যদিও ইনজুরি কাটিয়ে টেস্ট শুরুর আগের দিন স্কোয়াডে যুক্ত হয়েছেন ৩৩ বছর বয়সী এই পেসার।

আগেই জানা গিয়েছিল, ফিটনেস টেস্টে উতরাতে পারলেই সুযোগ মিলবে রোচের। এবার ফিটনেস টেস্ট দিয়েই দলে ফিরেছেন তিনি। ডানহাতি এই পেসারকে স্কোয়াডে পেয়ে উচ্ছ্বসিত ফিল সিমন্স।

ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ বলেন, 'সে টেস্ট ম্যাচে খেলার জন্য ফিট, এটা দারুণ। তরুণ ক্রিকেটারদের জন্য সে বরাবরই প্রেরণা। প্রায় ২৫০ উইকেট পেয়েছে সে, এমন একজনকে মাঠে বা ড্রেসিং রুমে পাওয়াটা দারুণ। সে খেলার জন্য ফিট, এ কারণে আমি আনন্দিত।'

এর আগে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ঘোষিত ১২ সদস্যের স্কোয়াডে ওয়েস্ট ইন্ডিজ দলে নতুন মুখ হিসেবে জায়গা পান উইকেটকিপার ডেভন থমাস ও বাঁহাতি স্পিনার গুদাকেশ মোতি। এ ছাড়া ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েও অভিষেক না হওয়া পেসার অ্যান্ডারসন ফিলিপও রয়েছেন বাংলাদেশের বিপক্ষে।

বিশ্রাম ও রিকভারির জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের (সিডব্লিউসি) কাছে বিশ্রাম চেয়ে এই সিরিজে খেলছেন না জেসন হোল্ডার। স্কোয়াডে রাখা হয়নি অভিজ্ঞ পেসার শ্যানন গ্যাব্রিয়েলকেও।

বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্টিগাতে সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে আগামী ১৬ জুন। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২৪ জুন থেকে।

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল: ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ অধিনায়ক), এনক্রুমাহ বোনার, জন ক্যাম্পবেল, জশুয়া ডা সিলভা, আলজারি জোসেফ, কাইল মায়ার, গুদাকেশ মোতি, অ্যান্ডারসন ফিলিপ, রেয়মন রেইফার, জেইডন সিলস, ডেভন থমাস ও কেমার রোচ।

রিজার্ভ: ত্যাগনারায়ন চন্দরপল ও শেরমন লুইস।