বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

মুস্তাফিজের পছন্দকে সম্মান করা উচিত: সাকিব

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 23:33 বুধবার, 15 জুন, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে চোটে পড়েছিলেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। এর ফলে ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজে তাদের পায়নি বাংলাদেশ। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও থাকছেন না নিয়মিত এই দুই পেসার।

এর ফলে ক্যারিবীয়দের বিপক্ষে সাদা পোশাকে ফেরানো হয়েছে মুস্তাফিজুর রহমানকে। যদিও তিনি সীমিত ওভারের ক্রিকেটে খেলতেই বেশি স্বাচ্ছন্দ্য পান। এমন অবস্থায় তাকে জোর করে টেস্টে খেলানো উচিত নয় বলেই মনে করেন সাকিব আল হসান।

ক্যারিবীয়দের আগে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে সাকিব জানিয়েছেন, মুস্তাফিজ যদি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে পছন্দ করেন তবে তার সেই সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত। অবশ্য এই দুই টেস্টে মুস্তাফিজ নিজের সেরাটা দেবেন বলে আশাবাদী সাকিব।

এ প্রসঙ্গে টাইগার অধিনায়ক বলেন, ''আমাদের কাছে এটাই এখন গুরুত্বপূর্ণ। অধিনায়ক হিসেবে এই দুটি ম্যাচেই আমার মনোযোগ রাখছি। আমি ওর সঙ্গে কথা বলেছি। ও এই দুটি ম্যাচ খেলার জন্য আত্মবিশ্বাসী। আপনি যদি দীর্ঘ সময়ের চিন্তা করেন। আমি জানি না ওর মনের মধ্যে কি আছে। আমার মনে হয় প্রত্যেক প্লেয়ারেরই ব্যক্তিগত কিছু পছন্দ থাকে, পছন্দ থাকে কিছু, কমফোর্ট জোন থাকে। সেটাকে সম্মান করা উচিত।'

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই অধিনায়ক হিসেবে আবারও যাত্রা শুরু করছেন সাকিব। তৃতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে সাকিব জানিয়েছেন তার মনোযোগ এই দুই টেস্টেই এখন। অধিনায়কের আশা এই দুই টেস্টে মুস্তাফিজও নিজেকে উজার করে দেবেন।

সাকিব বলেন, 'একেক জনের পছন্দ একেক রকম থাকতেই পারে। এখানে উদ্বুদ্ধ করার কিছু নাই। মুস্তাফিজ যদি প্রেফার করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে চায় এটায় ওর যদি ভালো হয় আমার মনে হয় সেটাই আমাদের প্রত্যাশা করা উচিত। যেহেতু এই সিরিজে সে আছে আমি নিশ্চিত দুটি ম্যাচ খেলার জন্য সে আত্মবিশ্বাসী।'