ভারতীয় ক্রিকেট

‘কোহলি কি সত্যিই আবারও এক নম্বর ব্যাটার হতে চায়?’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:27 বুধবার, 15 জুন, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ব্যাট হাতে ছন্দে নেই, লম্বা সময় ধরে বড় ইনিংসও খেলতে পারছেন না বিরাট কোহলি। ম্যাচ বাড়ার সঙ্গে হতাশা কিংবা দীর্ঘশ্বাস বাড়ছে ভারতের সাবেক অধিনায়কের। একটা সময় ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটানো কোহলির ব্যাটে যেন মরিচা জমে গেছে। সময় যত বাড়ছে রানখরা ততই দীর্ঘ হচ্ছে। সেঞ্চুরির খোঁজে ছুঁটতে থাকা কোহলির সঙ্গে জুড়ে বসেছে অফফর্ম।

তাতে আইসিসির র‌্যাঙ্কিংয়েও ক্রমশই অবনমন হচ্ছে কোহলির। ক্রিকেটের তিন সংস্করণেই ক্রমান্বয়ে পিছিয়ে পড়ছেন ভারতের সাবেক অধিনায়ক। একটা সময় সব সংস্করণে দাপট দেখানো কোহলি টেস্টে দশ, ওয়ানডেতে তিন আর টি-টোয়েন্টিতে নেমে গেছেন একুশে। এমন অবনমনের পর শহিদ আফ্রিদির প্রশ্ন, কোহলি কি সত্যিই আবারও এক নম্বর ব্যাটার হতে চায়?

পাকিস্তানের সামা টিভিতে আফ্রিদি বলেন, 'ক্রিকেটে মনোভাবই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি এটার বিষয়েই সবচেয়ে বেশি কথা বলি। ক্রিকেটের প্রতি আপনার সেই মনোভাব রয়েছে কি না? কোহলি, তার ক্যারিয়ারে শুরুতে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান হতে চেয়েছিল... সে কি এখনও একই অনুপ্রেরণা নিয়ে ক্রিকেট খেলছে?'

'এটা একটা বড় প্রশ্ন। তার ক্লাস আছে। কিন্তু সে কি সত্যিই আবার এক নম্বর হতে চায়? নাকি সে অনুভব করে যে সে জীবনে সবকিছু অর্জন করে ফেলেছে। এখন কি শুধু আরাম করে সময় কাটাবে? এটা সব মনোভাবের উপর নির্ভর করে,' যোগ করে আরও বলেন আফ্রিদি।

লম্বা সময় ধরেই ব্যাট হাতে সেঞ্চুরি নেই কোহলি। সর্বশেষ তিন বছরে ভারতের হয়ে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি করলেও তিন অঙ্কের কোটা ছুঁতে পারছেন না তিনি। ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরি পেয়েছিলেন ডানহাতি এই ব্যাটার।

গত বছর সেঞ্চুরি না পেলেও ব্যাট হাতে পাচ্ছিলেন কোহলি। তবে চলতি বছরে এসে রান করতেও যেন ভুলে গেছেন ভারতের সাবেক অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটের মতো আইপিএলেও রানখরায় ছিলেন তিনি। পুরো আইপিএলে দু-একটা ম্যাচ ছাড়া সেভাবে রান করতে পারেননি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে ৩৪১ রান করেছিলেন কোহলি