ইংল্যান্ড - নিউজিল্যান্ড সিরিজ

অভিষেক ম্যাচের পরই করোনায় আক্রান্ত ব্রেসওয়েল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:19 বুধবার, 15 জুন, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করার পর নটিংহ্যামে নিউজিল্যান্ডের জার্সিতে টেস্টে অভিষেক হয়েছে মিচেল ব্রেসওয়েলের। তবে নিজের অভিষেক ম্যাচের পরই করোনায় আক্রান্ত হয়েছেন এই অলরাউন্ডার। বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

নটিংহ্যাম টেস্ট শেষ হওয়ার পর ব্রেসওয়েলের মাঝে করোনার উপসর্গ দেখা যায়। এরপর কোভিড পরীক্ষা করা হলে তার দেহে করোনার শনাক্ত হয়। ব্রেসওয়েল করোনা আক্রান্ত হওয়ায় পুরো দলকে আবারও পরীক্ষা করা হয়। তবে তাদের কারও মাঝে করোনার অস্তিত্ব পাওয়া যায়নি।

করোনা আক্রান্ত হওয়ায় আপাতত আইসোলেশনে রয়েছেন ব্রেসওয়েল। আগামী ৫ দিন তাকে আইসোলেশনে থাকতে হবে। পরবর্তী পরীক্ষায় নেগেটিভ আসলে হেডিংলি টেস্টের আগে দলের সঙ্গে যোগ দিতে পারবেন। আগামী ২৩ জুন মাঠে গড়াবে তৃতীয় ও শেষ টেস্ট।

ব্রেসওয়েল করোনা আক্রান্ত হলেও তার রিপ্লেসমেন্ট দেয়নি এনজেডসি। এর আগে করোনার কারণে নটিংহ্যাম টেস্ট খেলতে পারেননি কেন উইলিয়ামসন। তার বদলি হিসেবে ট্রেন্ট ব্রিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন টম লাথাম।

এদিকে নিজের অভিষেক ম্যাচে ব্যাট-বলে খুব বেশি আলো ছড়াতে না পারলেও প্রথম ইনিংসে ৪৯ রানের ইনিংস খেলেছিলেন ব্রেসওয়েল। দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে এসেছিল ২৫ রান। বল হাতে প্রথম ইনিংস ৩ উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে ছিলেন উইকেটশূন্য।