ইংল্যান্ড - ভারত সিরিজ

এজবাস্টন টেস্টে অনিশ্চিত রাহুল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:55 মঙ্গলবার, 14 জুন, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

কুঁচকির চোটে পড়ে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গিয়েছেন লোকেশ রাহুল। এবার শঙ্কা তৈরি হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্ট খেলা নিয়ে। তাতে প্রথম টেস্টে রোহিত শর্মার সহকারী হিসেবে দেখা যেতে পারে ঋষভ পান্তকে।

রোহিত বিশ্রাম নেয়ায় প্রোটিয়াদের বিপক্ষে অধিনায়কের দায়িত্বে ছিলেন রাহুল। তবে ইনজুরির কারণে ছিটকে যাওয়ায় নেতৃত্বের ভার তুলে দেয়া হয় পান্তের কাঁধে। পুরো সিরিজ থেকে ছিটকে যাওয়ায় পুনর্বাসনের জন্য আপাতত বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে রয়েছেন রাহুল।

ডানহাতি এই ব্যাটারকে ঠিক কতদিন মাঠের বাইরে থাকতে হবে সেটা এখনও নিশ্চিত নয়। তবে ইংল্যান্ড সফরের জন্য ছাড়পত্র পেতে রিপোর্ট জমা দিয়েছেন তিনি। তবে সহসায় ছাড়পত্র পাচ্ছেন না বলে ধারণা করা হচ্ছে। এদিকে সাদা বলের ক্রিকেট সিরিজেও রাহুলকে পাওয়া নিয়ে শঙ্কা থাকছে।

ইংল্যান্ডের বিপক্ষে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ভারত। রঙিন পোশাকের সিরিজে খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। তাতে প্রথম ধাপে ইংল্যান্ডে যাওয়া হচ্ছে না তার। আগামী ১৬ জুন ইংল্যান্ডের বিমান ধরবে ভারত। আরও একটি বহর যাবে ২০ জুন।

যেখানে প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে থাকবেন পান্ত ও শ্রেয়াস আইয়ার। দলের সঙ্গে যেতে না পারলে রাহুলের বিকল্প ঘোষণা করতে পারে ভারত। যেখানে টিম ম্যানেজমেন্টের পছন্দের তালিকায় রয়েছেন মায়াঙ্ক আগারওয়াল।