ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ

গুরুত্বপূর্ণ সময়ে ঘাবড়ে যাচ্ছেন পান্ত, দাবি ওয়াসিম জাফরের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:24 মঙ্গলবার, 14 জুন, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি সিরিজে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন ঋষভ পান্ত। যদিও গুরুত্বপূর্ণ সময়ে সিদ্ধান্ত নেয়ার সময় তিনি ঘাবড়ে যাচ্ছেন বলে মনে করেন সাবেক ভারতীয় ব্যাটার ওয়াসিম জাফর।

এরই মধ্যে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারত পিছিয়ে গেছে ২-০ ব্যবধানে। এই হারের পেছনে পান্তের দায় দেখছেন জাফর। তবে নিয়মিত অধিনায়কত্ব করলে পান্তের উন্নতি হবে বলে মনে করেন তিনি।

এ প্রসঙ্গে জাফর বলেছেন, 'হ্যা আমরা আইপিএলেও একই জিনিস দেখেছিলাম। আমার মনে হয় সে যত অধিনায়কত্ব করবে তত উন্নতি করবে। কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় ম্যাচ যত কঠিন হয়ে যায়, সে ততটাই ঘাবড়ে যায়।'

এই সিরিজে অধিনায়কত্ব করার কথা ছিল লোকেশ রাহুলের। যদিও তিনি সিরিজ শুরুর আগেই চোটে পড়ায় দায়িত্ব দেয়া হয় পান্তকে। যদিও সেটা খুব ভালোভাবে পালন করতে পারছেন না তিনি।

দিল্লিতে অনুষ্ঠিত প্রথম ম্যাচে আগে ব্যাট করে ভারত মাত্র ২১১ রান তুলেছিল। এরপর টস জিতে পান্তের ব্যাটিং নেয়ায় সিদ্ধান্ত নিয়ে শুরু হয় সমালোচনা। একই ম্যাচে যুবেন্দ্র চাহালকে মাত্র ২ ওভারের বল করিয়েও সমালোচনার সুযোগ করে দিয়েছিলেন তিনি।

দলের মূল স্পিনারদের ওপর পান্ত ভরসা রাখতে পারছেন না বলেও প্রশ্ন ছুড়েছিলেন অনেকে। দ্বিতীয় ম্যাচে উমরান মালিক ও রবি বিষ্ণইকে না খেলানোর কারণে অবাক হয়েছিলেন অনেকে। সেই সঙ্গে দীনেশ কার্তিকের আগে অক্ষর প্যাটেলকে ব্যাটিংয়ে পাঠিয়ে সমালোচিত হয়েছিলেন পান্ত।