ভারতীয় ক্রিকেট

কার্তিককে বিশ্বকাপে না দেখলে অবাক হবেন পন্টিং

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:24 শনিবার, 11 জুন, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ফিনিশার হিসেবে বেশ আগে থেকেই পরিচিত ছিলেন দীনেশ কার্তিক। তবে মাঝের কবছরে চোখে পড়ার মতো কিছু করে দেখাতে পারেননি এই উইকেটকিপার ব্যাটার। সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে নিদাহাস ট্রফিতে নিজের ফিনিশিং দক্ষতার প্রমাণ দিয়েছিলেন কার্তিক। ডানহাতি এই ব্যাটারের সেই ফিনিশিং দক্ষতার উজ্জ্বলতা বেড়েছে আইপিএলের এবারের আসরে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে প্রতিপক্ষের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়েছেন কার্তিক।

তাতে নিয়মিত ক্রিকেটারদের বিরতিতে সুযোগ মিলেছে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও। প্রোটিয়াদের বিপক্ষে আলো ছড়াতে পারলে আসতে পারেন ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের ভাবনাতেও। তবে বিশ্বকাপ দলে সুযোগ পাওয়াটা সহজ হবে না তার জন্য। কারণ লোয়ার মিডল অর্ডারে রিশভ পান্ত ও হার্দিক পান্ডিয়া থাকায় কঠিন পরীক্ষা দিয়ে ভারতের বিশ্বকাপ দলে জায়গা করে নিতে হবে কার্তিক। এদিকে ডানহাতি এই ব্যাটারকে বিশ্বকাপ দলে না দেখলে খানিকটা অবাক হবেন বলেই জানিয়েছেন রিকি পন্টিং।

এ প্রসঙ্গে পন্টিং বলেন, ‘বিরাট কোহলির বছরটা ভাল ছিল না। ম্যাক্সি (গ্লেন ম্যাক্সওয়েল) ভালো শুরু পেলেও উঠানামা ছিল। কিন্তু ডিকে (দীনেশ কার্তিক) পুরো টুর্নামেন্টে দারুণ খেলেছে। তাকে ভারতের স্কোয়াডে (বিশ্বকাপ) না দেখলে আমি খুব অবাক হবো।'

বেঙ্গালুরুর জার্সিতে নিজেকে নতুনভাবে চিনিয়েছেন কার্তিক। পুরো আসরে ৫৫ গড়ে ৩৩০ রান করেছেন এই উইকেটকিপার ব্যাটার। যেখানে তার স্ট্রাইক রেটটা চোখে পড়ার মতো। আইপিএলের এবারের আসরে ১৮৩.৩৩ স্ট্রাইক রেটে ব্যাটিং করা কার্তিককে ভারতের বিশ্বকাপে দলে পাঁচ বা ছয় নম্বরে দেখতে চান পন্টিং। 

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক বলেন, 'আমি তাকে দেখতে চাইব (বিশ্বকাপে)। আমি তাকে পাঁচ বা ছয় নম্বরের ভূমিকায় চাইব। সে আরসিবির হয়ে যেভাবে আইপিএলে এবার খেলেছে, তার খেলাকে সে অন্য ধাপে নিয়ে গেছে।'

'আপনি যদি আইপিএলে দেখেন, আপনার ভালো খেলোয়াড় দুই তিন ম্যাচ বা বড়জোর চার ম্যাচ আপনাকে মৌসুমে জেতাবে। এটা হলেই খুব ভাল আউটপুট হয়ে যায়। কিন্তু দীনেশ অনেকগুলো ম্যাচে প্রভাব বিস্তার করেছে। আরিসিবির আর কেউ এতটা পারেনি।'