পাকিস্তান ক্রিকেট

জাভেদ মিয়াঁদাদকে পেছনে ফেলে বাবরের রেকর্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:31 শনিবার, 11 জুন, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়ানডেতে কুমার সাঙ্গাকারার টানা সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড ছোঁয়ার সুযোগ থাকলেও সেটা করতে পারেননি বাবর আজম। তবে অন্য আরেক রেকর্ডে জাভেদ মিয়াঁদাদকে ছাড়িয়ে গেছেন পাকিস্তানের অধিনায়ক।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৭৭ রানের ইনিংস খেলেছেন বাবর। আর তাতেই মিয়াঁদাদকে ছাড়িয়ে যান। সব সংস্করণ মিলে এতদিন টানা সবচেয়ে বেশি পঞ্চাশ ছোঁয়া ইনিংসের মালিক ছিলেন মিয়াঁদাদ।১৯৮৭ সালে টানা ৮ ইনিংসে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছিলেন পাকিস্তানের এই কিংবদন্তি ব্যাটার। 

নিকোলাস পুরানের দলের বিপক্ষে ৭৭ রানের ইনিংস খেলে মিয়াঁদাদের রেকর্ড নিজের করে নেন বাবর। মার্চে সাদা পোশাকের ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৬ রানের ইনিংস খেলে পাকিস্তানকে হার থেকে বাঁচিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক।

তৃতীয় ও শেষ টেস্টের দুই ইনিংসে খেলেছিলেন ৬৭ ও ৫৫ রানের ইনিংস। তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন ডানহাতি এই ব্যাটার। প্রথম ওয়ানডেতে ৫৭ রানের ইনিংস খেলার পর পরের দুই ম্যাচে খেলেছিলেন ১১৪ ও অপরাজিত ১০৫ রানের ইনিংস। 

অজিদের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে বাবরের ব্যাট থেকে এসেছিল ৬৬ রান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলেছেন ১০৩ রানের ইনিংস। সব সংস্করণ মিলে টানা সাতটি পঞ্চাশ ছোঁয়া ইনিংস রয়েছে রাহুল দ্রাবিড়, মিসবাহ উল হক ও কুমার সাঙ্গাকারার।

এমন রেকর্ডের দিনে আক্ষেপও রয়েছে বাবরের। ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আর মাত্র ২৩ রান করতে পারলেই ওয়ানডেতে টানা সবচেয়ে বেশি চার সেঞ্চুরির বিশ্বরেকর্ড ছুঁতে পারতেন তিনি। ২০১৫ বিশ্বকাপে টানা চারটি সেঞ্চুরি করেছিলেন সাঙ্গাকারা।