ভারতীয় ক্রিকেট

‘নিজেকে ভুল বুঝাচ্ছেন কোহলি’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:34 শুক্রবার, 10 জুন, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

রানখরা কাটিয়ে উঠতে বিরাট কোহলিকে একের পর এক পরামর্শ দিয়ে যাচ্ছেন ভারতের সাবেক ক্রিকেটাররা। কেউ কেউ মনে করছেন কিছুদিনের জন্য বিশ্রাম নিলে আবারও পুরোনো ছন্দে ফিরবেন কোহলি। ভিন্নমতও আছে অনেকের। সাবেকদের অনেকের ধারণা, খেলতে খেলতে নিজের চেনা ছন্দে ফিরবেন ভারতের সাবেক অধিনায়ক।

কদিন আগে কোহলিও জানিয়েছিলেন, ভারতের হয়ে বিশ্বকাপ ও এশিয়া কাপ জিততে সবকিছুই করতে প্রস্তুত তিনি। তবে এখন অবদি বিশ্রামের ঘোষণা দেননি সময়ের অন্যতম সেরা এই ব্যাটার। এদিকে পন্টিং মনে করছেন ক্লান্ত কোহলি নিজেকে ভুল বুঝাচ্ছেন।

এ প্রসঙ্গে পন্টিং বলেন, ‘আমি অভিজ্ঞতা থেকে বলতে পারি, একজন খেলোয়াড় হিসেবে আমরা নিজেদের নিজেরাই ভুল বোঝাই। বলি, আমি ক্লান্ত নই। আমি শারীরিক বা মানসিকভাবে ক্লান্ত নই।’

‘আপনি কোনো না কোনোভাবে অনুশীলনের জন্য নিজেকে প্রস্তুত করেন, ম্যাচের জন্য প্রস্তুত হন। যতক্ষণ পর্যন্ত আপনি না থামছেন এবং কয়েক দিন ছুটি পাচ্ছেন, ততক্ষণ বুঝবেন না আপনি কতটা ক্লান্ত ছিলেন এবং কতটা শ্রান্ত আপনি।’

লম্বা সময় ধরেই ব্যাট হাতে সেঞ্চুরি নেই কোহলি। সর্বশেষ তিন বছরে ভারতের হয়ে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি করলেও তিন অঙ্কের কোটা ছুঁতে পারছেন না তিনি। ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরি পেয়েছিলেন ডানহাতি এই ব্যাটার। নিজের বাজে সময় থেকে বেরিয়ে আসতে নিজের সমস্যা নিজেকে বুঝে সেটাতে কিভাবে উন্নতি করা যায় কোহলিকে সেটির উপায় খুঁজতে বলছেন পন্টিং।

তিনি বলেন, ‘কোনো না কোনো সময় সবারই এমন সময় যায়। ১০ বা ১২ বছরের মধ্যে খুব কম খারাপ সময়ের মধ্য দিয়ে গেছে বিরাট। কিন্তু আইপিএল চলার সময় সে কতটা ক্লান্ত, তা নিয়ে অনেক বেশি কথা হয়েছে।’ এটা তো ওকেই বুঝতে হবে এবং খুঁজে বের করতে হবে কীভাবে উন্নতি করা যায়। এটা কি টেকনিক্যাল কোনো সমস্যা নাকি মানসিক সমস্যা।’