ভারত- পাকিস্তান

কোহলিকে 'আমাদের' বলার ব্যাখ্যা দিলেন রিজওয়ান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:43 বুধবার, 08 জুন, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

কদিন আগেই এক সাক্ষাৎকারে বিরাট কোহলিকে 'আমাদের' বলে সম্বোধন করে সমালোচনার মধ্যে পড়েছিলেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।

সম্প্রতি তিনি সেই মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। রিজওয়ান জানিয়েছেন তিনি সমগ্র ক্রিকেটকে একটি পরিবারের সঙ্গে তুলনা করেছেন। এ কারণেই কোহলিকে 'আমাদের' বলে সম্বোধন করেছিলেন তিনি।

এ প্রসঙ্গে রিজওয়ান বলেন, ‘আমরা একটি পরিবারের মতো। যদি আমি আমাদের বিরাট কোহলি বলি তাহলে সেটা ভুল হবে না। অথবা আমাদের পূজারা বা আমাদের স্মিথ কিংবা আমাদের রুট, কারণ আমরা সবাই একটা পরিবার।’

গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের সময় কোহলির সঙ্গে প্রথমবারের মতো সাক্ষাৎ হয়েছিল রিজওয়ানের। প্রথম দেখাতেই মুগ্ধ হয়েছিলেন তিনি।

পাকিস্তানের জয়ের পর রিজওয়ানকে কোহলির জড়িয়ে ধরার ছবি ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। রিজওয়ান জানিয়েছেন, কোহলিকে নিয়ে অনেক ক্রিকেটার অনেক কথা বলেছিলেন তাকে। সামনা সামনি দেখে তার কোহলিকে নিয়ে ধারণা বদলে গেছে।

রিজওয়ান বলেছেন, ‘তখন প্রথম কোহলির সঙ্গে দেখা হলো। আমি তার সম্পর্কে যে ধরনের কথা শুনেছিলাম... অন্য খেলোয়াড়রা আমাকে বলেছিল যে বিরাট আক্রমণাত্মক। তবে ম্যাচের আগে ও পরে তিনি যেভাবে আমার সঙ্গে কথা বলেছেন তা বিস্ময়কর।’