ইংল্যান্ড

স্টোকসের দলে খেলতে মুখিয়ে আছেন কারান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:12 মঙ্গলবার, 07 জুন, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করেছেন স্টোকস। একই ম্যাচে লাল বলের ক্রিকেটে ইংল্যান্ডের কোচ হিসেবে অভিষেক হয়েছে ব্রেন্ডন ম্যাককালামের। এই দুইজনের যাত্রাটা জয় দিয়ে রাঙিয়েছে ইংলিশরা। স্যাম কারান আশাবাদী, ইংল্যান্ডের এই জয়ের ধারা অব্যাহত থাকবে। আর স্টোকসের অধীনে খেলতে মুখিয়ে আছেন এই পেস বোলিং অলরাউন্ডার।

পিঠের চোটের কারণে গত মৌসুমে ইংলিশ কাউন্টিতে খেলতে পারেননি স্যাম। এরপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের মৌসুমের আগে সেই চোট কাটিয়ে ওঠেন তিনি। তবে লাল বলের ক্রিকেটে মনোযোগী হতে আইপিএল খেলেননি ইংল্যান্ডের এই পেস বোলিং অলরাউন্ডার।

কারান বলেন, 'বেনের (স্টোকস) অধীনে কোনো রক্ষণাত্মক পদক্ষেপ নেয়া হবে না এবং আমি এভাবেই খেলতে পছন্দ করি। আমি আশাবাদী যে, দলের জন্য একটি সফল গ্রীষ্ম মৌসুমের শুরু হয়েছে এবং আশা করি, আমি দলে ফিরে আসব।'

এদিকে স্টোকস ইংল্যান্ডের টেস্ট দলের নেতৃত্ব নেয়ার আগে নিজেদের সর্বশেষ ১৭ টেস্টে ইংলিশরা জয় পেয়েছিল মাত্র একটি ম্যাচে। সাদা পোশাকের ক্রিকেটে কতটা বাজে সময় পার করেছে তারা, তা বোঝাতে এই পরিসংখ্যানই যথেষ্ট।এরপর ইংল্যান্ডের টেস্ট দলকে ঢেলে সাজানো হয়।

তারই ধারাবাহিকতায় ইংলিশরা ফিরেছে দুই কোচ তত্ত্বে। সাদা বলের ক্রিকেটের কোচের দায়িত্ব দেয়া হয়েছে ম্যাথু মটকে। আর লাল বলের ক্রিকেটে প্রধান কোচের দায়িত্ব পালন করছেন ম্যাককালাম। আর সাদা পোশাকে ইংলিশদের নেতৃত্ব দেবেন স্টোকস। এই দুজনকে এক সঙ্গে দেখতে পাওয়াটা কারানের জন্য রোমাঞ্চকর।

এই পেস বোলিং অলরাউন্ডার বলেন, 'তাদের (ম্যাককালাম এবং স্টোকস) দেখতে পাওয়াটা খুবই রোমাঞ্চকর ছিল। একটি দারুণ জয় এবং সবকিছু মিলে দুর্দান্ত একটি খেলা ছিল। স্টোকসি (স্টোকস) এবং নতুন প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককুলাম দুজন ইতিবাচক ব্যক্তি এবং বেশিরভাগ মানুষই তাদের ক্রিকেট খেলা দেখতে পছন্দ করে।'