ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজ

এবার সিরিজ থেকেই ছিটকে গেলেন গ্র্যান্ডহোম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:47 মঙ্গলবার, 07 জুন, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

লর্ডস টেস্টের তৃতীয় দিনে ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন কলিন ডি গ্র্যান্ডহোম। লর্ডস টেস্ট থেকে ছিটকে যাওয়ার পর এই চোটে এবার সিরিজ থেকেই ছিটকে গেলেন নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার।

নটিংহাম এবং লিডস টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে খেলবেন না ডি গ্র্যান্ডহোম। কেননা গোড়ালি ঠিক হতে অন্তত ১০ থেকে ১২ সপ্তাহ, অর্থাৎ তিন মাস সময় লাগবে তার। লম্বা সময়ের জন্যই তাকে হারাচ্ছে কিউইরা।

নিউজিল্যান্ডের হেড কোচ গ্যারি স্টেড এই ব্যাপারে বলেন, 'দুর্ভাগ্যবশত কলিন (ডি গ্র্যান্ডহোম) ছিটকে গেছে। গোড়ালির ইনজুরির কারণে কারণে বাকি সময়টা আমরা তাকে পাচ্ছি না। এটা তাকে কষ্ট দিচ্ছে, কেননা তার সক্ষমতা সম্পর্কে আমরা জানি। সে লম্বা সময় ধরে আমাদের অন্যতম সেরা একজন অলরাউন্ডার।'

লর্ডসে প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৩২ রানে অল আউট হয়েছিল নিউজিল্যান্ড। দলের এমন বিপর্যয়ে অপরাজিত ৪২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন ডি গ্র্যান্ডহোম। ইনিংসটি খেলতে চারটি চার হাঁকিয়েছিলেন ডানহাতি এই ব্যাটার।

ব্যাট হাতে ৪২ রান করার পর বল হাতেও একটি উইকেট নিয়েছিলেন ডি গ্র্যান্ডহোম। ইংল্যান্ডের সাবেক টেস্ট অধিনায়ক জো রুটকে আউট করেছিলেন ডানহাতি এই পেসার। প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও দ্বিতীয় ইনিংসে সুবিধা করতে পারেননি তিনি।

তৃতীয় দিন স্টুয়ার্ট ব্রডের বলে ওলি পোপের দুর্দান্ত থ্রোতে রান আউট হয়ে ফিরেছিলেন ডি গ্র্যান্ডহোম। বল হাতে ৩.৫ ওভারে এক মেইডেন নেয়া ডানহাতি এই পেসার ছিলেন উইকেটশূন্য। ম্যাচটি ইংল্যান্ড জিতে নেয় ৫ উইকেটে। সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে কিউইরা।