ইংল্যান্ড ক্রিকেট

রুট আমার রেকর্ড ছাড়িয়ে যাবে: কুক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:00 সোমবার, 06 জুন, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

লর্ডসে দারুণ এক সেঞ্চুরিতে ইংল্যান্ডের জয়ের নায়ক জো রুট। কিউইদের বিপক্ষে এই ম্যাচে টেস্ট ইতিহাসের ১৪তম ক্রিকেটার হিসেবে ১০ হাজার রানের মাইলফলকে স্পর্শ করেছেন সাবেক এই ইংলিশ অধিনায়ক।

এক জায়গায় তিনি পেছনে ফেলেছেন সাবেক সতীর্থ অ্যালিস্টার কুককে। ১০ হাজারি ক্লাবে রুটই সবচেয়ে দ্রুততম। তার সময় লেগেছে ৯ বছর ১৭১ দিন। আর কুকের লেগেছিল ১০ বছর ৮৭ দিন। সম্প্রতি এক সাক্ষাৎকারে কুক জানিয়েছেন, তার দেখা সবচেয়ে পরিপূর্ণ ব্যাটার রুট।

তিনি বলেন, 'তার (রুট) ব্যাটিং দেখা দারুণ আনন্দের। আমার দেখা ইংল্যান্ডের সবচেয়ে পরিপূর্ণ ব্যাটার সে। সবচেয়ে বেশি অবিশ্বাস্য ইনিংস খেলতে পারতেন কেভিন পিটারসেন। কিন্তু তিন ফরম্যাটে সবচেয়ে পরিপূর্ণ ব্যাটার রুট।'

ইংল্যান্ডের হয়ে সাদা পোশাকের ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক কুক। ১২ হাজার ৪৭২ রান নিয়ে তিনি তার ক্যারিয়ার শেষ করেছিলেন। একসময় ভাবা হচ্ছিল শচিন টেন্ডুলকারের ১৫ হাজার ৯২১ রানের রেকর্ডও ভেঙে ফেলবেন তিনি। তবে মাত্র ৩৩ বছর বয়সে ক্রিকেটকে হুট করেই বিদায় বলে দেন তিনি।

যদিও রুট সেই রেকর্ডের কাছে কতটা যেতে পারবেন সেটা সময়ই বলে দেবে। কুক জানিয়েছেন, রুটকে প্রথম দেখেই মনে হয়েছিল তার মধ্যে বড় ক্রিকেটার হওয়ার সামর্থ্য রয়েছে। কুকের অধীনেই ২০১২ টেস্ট অভিষেক হয়েছিল রুটের। কুকের বিশ্বাস তার সর্বোচ্চ রানের রেকর্ডকেও ছাড়িয়ে যেতে পারবেন রুট।

সেই সময়ের স্মৃতিচারণ করে কুক বলেছেন, 'সে স্পিনে খুব ভালো ছিল যে কারোর চেয়ে। সে আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য তৈরি ছিল। আমি জানতাম সে এই চাপ সামলাতে পারবে। ইনজুরি যদি বাধা না হয় তবে সে আমার রেকর্ড ছাড়িয়ে যাবে।'